Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন প্রযোজক পেলো ‘বচ্চন পান্ডে’


৪ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সপ্তাহখানেক আগে সাজিদ নদিয়াদওয়ালা ঘোষণা করেছিলেন অক্ষয় কুমারকে নিয়ে তার পরবর্তী ছবি ‘বচ্চন পান্ডে’ আসবে আগামী বছরের প্রজাতন্ত্র দিবসে। ছবিটির শুটিং শুরু হবে আগামী মে মাসে। বলিউড হাঙ্গামা বলছে ছবিটি তাদের বিশ্বব্যাপী থিয়েটার রাইটস বিক্রি করে দিয়েছে সনি পিকচার্স ইন্ডিয়ার কাছে। ফলে সংস্থাটি তাদের সহ-প্রযোজক হিসেবে যুক্ত হয়েছে।

এর আগে সাজিদের ছবিগুলোর পার্টনার থাকতো ফক্স স্টার স্টুডিও। কিন্তু আর্থিক বিষয়ে একমত না হতে পেরে সাজিদ অন্য পার্টনার খুঁজে নিয়েছেন। সূত্র বলছে, ‘ফক্স স্টার স্টুডিয়োর মালিকানা ডিজনির হাতে আসার পর থেকে তারা শুধু পরিবেশনা স্বত্বে সন্তুষ্ট থাকতে চাইছে না। তারা একই সময়ে মেধাস্বত্বের অধিকারও চাইছে।

বিজ্ঞাপন

কিন্তু সনি একই সাথে ডিজিটাল, মিউজিক ও স্যাটেলাইটের স্বত্ব বাবদ বিশাল অংক দিচ্ছে সাজিদকে।’

‘বচ্চন পান্ডে’ অক্ষয় কুমারের সাথে ফরহাদ সামজির চতুর্থ প্রজেক্ট। এর আগে তারা দুজনে মিলে এন্টারটেইনমেন্ট, হাউজফুল থ্রি ও ফোর করেছিলেন। ছবিটিতে অক্ষয়ের বিপরীতে অভিনয় করেছেন কৃতি স্যানন।

অক্ষয় কুমার বচ্চন পান্ডে সাজিদ নদিয়াদওয়ালা

বিজ্ঞাপন

বরিশালে এনসিপির পদযাত্রা
১৬ জুলাই ২০২৫ ০১:৪৩

আরো

সম্পর্কিত খবর