Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহারানির সঙ্গে কঙ্গনার সাক্ষাৎ


২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:১৪ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

‘মনিকর্নিকা: দ্য কুইন অব ঝাঁসি’ সিনেমা নিয়ে অনেক দিন ধরেই ব্যস্ত কঙ্গনা রনৌত। রাজস্থানের বিকানে এখন শুটিং করছেন তিনি। আর এখানেই বিকানের মহারানির সঙ্গে দেখা হলো মনিকর্নিকার।

পর্দার রানির সঙ্গে দেখা গেলো আসল রানি পদ্মা কুমারিকে। বিকানের এক দূর্গে তাদের সাক্ষাৎ হয়। এসময় রানি পদ্মা কুমারি কঙ্গনাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। সিনেমায় কঙ্গনা অভিনয় করছেন রানি লক্ষ্মীবাঈয়ের চরিত্রে।

বিকানে শুটিং করতে এসে কঙ্গনার দুটি লুকের স্থিরচিত্র লিকড হয়ে গেছে অনলাইনে। দুটি ছবিতেই কঙ্গনাকের দেখা গেছে শাড়ি পরা অবস্থায়। সিনেমার প্রয়োজনে অধিকাংশ দৃশ্যে এই অভিনেত্রীকে দেখা যাবে খাদির পোশাক পরতে। তাই ঝাঁসির রানির পোশাকের স্পন্সর করেছে ‘খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন’।

বিজ্ঞাপন

ছবিতে রানির দেশপ্রেমের কথাই উঠে আসবে বলে জানিয়েছে সিনেমা সংশ্লিষ্টরা। তবুও এই সিনেমাকে কড়া নজরে রেখেছে সর্ব ব্রাহ্মণ মহাসভা। ধারণা করা হচ্ছিল ছবিটি মুক্তি পাবে এপ্রিলে। কিন্তু এখন বলা হচ্ছে আগস্টে মুক্তি দেয়া হবে ‘মনিকর্নিকা: দ্য কুইন অব ঝাঁসি’।

সারাবাংলা/পিএ

কঙ্গনা রনৌত মনিকর্নিকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর