Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেটফ্লিক্সে ‘তাজমহল ১৯৮৯’


৫ ফেব্রুয়ারি ২০২০ ১২:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেটফ্লিক্স ভারতে বেশ ভালোভাবেই ব্যবসা শুরু করেছে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বাণিজ্যিক এই ভিডিও প্ল্যাটফর্মটি ভ্যালেন্টাইনে নতুন একটি ওয়েব সিরিজ নিয়ে আসছে। ‘তাজমহল ১৯৮৯’ শিরোনামের সিরিজটিকে প্রেম, বন্ধুত্ব, রাজনীতি ও বিচ্ছেদের গল্প দিয়ে সাজানো হয়েছে।

ভারতের লখনউ বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক দম্পতি, তাদের ছাত্র ও তার প্রেমিকা এবং এক স্কুলগার্লের একজন বয়স্ক মানুষের সাথে প্রেম ও তা নিয়ে অনাকাঙ্ক্ষিত সমস্যা—এসব নিয়েই গল্প এগোয় ‘তাজমহল ১৯৮৯’র।

সিরিজটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন নীরাজ কবি ও গীতাঞ্জলি কুলকার্নি। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন ড্যানিশ হুসেন, শিবা চাদ্ধা, অনুদ সিং ঢাকা, আনশুল চৌহান, পরস প্রিয়দর্শন, শিরি শেওয়ানি, মিহির আহুজা এবং বসুন্ধরা সিং রাজপুত।

বিজ্ঞাপন

নেটফ্লিক্স ইন্ডিয়া ‘তাজমহল ১৯৮৯’র একটি পোস্টার তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে লিখেছে, ‘পুরানো কিছু দারুণ রোমান্সের জন্য আমরা একটি টাইম মেশিন ধার নিয়েছি।’

আসছে ভালোবাসা দিবস উপলক্ষে আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে নেটফ্লিক্সের দর্শকরা এটি দেখতে পাবেন।

গীতাঞ্জলি কুলকার্নি তাজ মহল ১৯৮৯ নীরাজ কবি নেটফ্লিক্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর