মাদকাসক্ত জীবন নিয়ে মুখ খুললেন জাস্টিন বিবার
৫ ফেব্রুয়ারি ২০২০ ১৮:০৫
ইউটিউব অরিজিনাল ডকুসিরিজ ‘সিজনস’ এর সর্বশেষ এপিসোড ‘দ্য ডার্ক সিজনস’ এ নিজের মাদকাসক্ত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন কানাডিয়ান মিউজিকাল সেনসেশন জাস্টিন বিবার। খবর সিএনএন।
মাদকাসক্ত জীবন নিয়ে বিবার বলেছেন, তিনি বিশ্বাস করতে শুরু করেছিলেন, তিনি মৃত্যুর খুব কাছাকাছি। তার বয়স যখন ১২ বা ১৩ তখন তিনি তার নিজ শহর অন্টারিওর স্টার্টফোর্ডে এক স্ট্রিট পারফরমারের সাথে পরিচিত হন। তার সাথেই প্রথম গাঁজা খান তিনি। তারপর তিনি আসক্ত হন ‘পপিং পিলস’ এ তারপর তৈরি হয় তার পানাভ্যাস। পরে অবশ্য তিনি পানের জগত থেকে নিজেকে সরিয়ে নেন। এর সবকিছুই তিনি ‘দ্য ডার্ক সিজনস’ ডকুসিরিজে ক্যামেরায় ধারণ করে দেখিয়েছেন।
বিবার আরও বলেছেন, সে সময় আমার পকেটে অর্থের কোনো অভাব ছিল না। সবাই যে জীবন চাইতো, আমার সেই জীবন ই ছিল। আমি চাইতাম সবাই যেনো আমার দিকে তাকিয়ে থাকে। তবে ওই সময় মাদক ছিল আমার জন্য পলায়নের একটি পথ।
জাস্টিন বিবার সে সময় কয়েকদফা ট্যাবলয়েড ম্যাগাজিনগুলোর শিরোনাম হয়েছিলেন তার বাজে আচরণের জন্য। পরে মিডিয়ার চাপে এবং ভয়ে অবশ্য তিনি নিজেকে সংশোধন করে নেন।
জাস্টিন বিবার বলেছেন, তিনি মাদক ছেড়ে দিয়েছেন কারণ শেষের দিকে তার মনে হতো তিনি বোধহয় মারাই যাচ্ছেন। তার নিরাপত্তা কর্মকর্তারা তার ঘরে ঢুকে তার হৃদস্পন্দন পরীক্ষা করে জানাতেন না তিনি বেঁচে আছেন।
২০১৯ সালে প্রচন্ড অসুস্থ হয়ে পড়লে তার স্বাস্থ্য পরীক্ষা শুরু হয় এবং সেখান থেকে ফিরে আসার পর তিনি চিকিৎসকের পরামর্শে মাদক ছেড়ে দেন। জাস্টিন বিবার তার বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা ভক্তদের উদ্দেশ্যে বলেন, মাদক থেকে দূরে থাকা, শারীরিক ও মানসিক উভয় দিক থেকেই প্রশান্তির।