Saturday 24 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভারত ভবন’-এ বসন্তের সুর


৮ ফেব্রুয়ারি ২০২০ ১৪:০৯

প্রকৃতিতে শীত প্রায় শেষের পথে। আসছে বসন্ত। কচিপাতায় ভরে উঠছে গাছের শাখা-প্রশাখা। মনে মনে যেন এখনই তার দোলা। ভালোবাসার এই ঋতুরাজকে বরণ করতে ভারতীয় হাই কমিশন এবং ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র আয়োজন করেছে গান ও নৃত্যানুষ্ঠান ‘মেলোডিস অব স্প্রিং’।

আজ (শনিবার) গুলশান এভিনিউর ‘ভারত ভবন’-এ আয়োজিত হবে ‘মেলোডিস অব স্প্রিং’। এতে সঙ্গীত পরিবেশন করবেন সংগীতশিল্পী স্বপ্নীল সজীব ও তামান্না প্রমি এবং নৃত্যে নাঈম খান ডান্স কম্পানী। অনুষ্ঠানের উদ্বোধন করবেন বাংলাদেশেস্থ ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস।

সবার জন্য উন্মুক্ত এই অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যে ৬টা ৩০ মিনিটে।

ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র তামান্না প্রমি নাঈম খান ডান্স কম্পানী ভারতীয় হাই কমিশন মেলোডিস অব স্প্রিং রিভা গাঙ্গুলি দাস স্বপ্নীল সজীব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর