Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘তানহাজি’র পরিচালকের ছবিতে কার্তিক


৯ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৫৮

ওম রাউত অল্প কিছুদিন আগে বলিউডে একটি ব্লকবাস্টার উপহার দিয়েছেন—‘তানহাজি’।  অজয় দেবগন অভিনীত ছবিটি ২৫০ কোটি রুপি আয় করেছে।

এবার তিনি একটি থ্রিডি অ্যাকশন ছবি নির্মাণ করতে যাচ্ছেন ওম রাউত। আর সেই ছবির নায়ক হিসেবে তিনি নিয়েছেন কার্তিক আরিয়ানকে। প্রযোজনা করছেন টি সিরিজের ভূষণ কুমার।

কার্তিক ইতোমধ্যে বেশ কয়েকটি হিট রোমান্টিক-কমেডি ছবি উপহার দিয়েছেন। ওম রাউতের ছবিটি নিয়ে নিয়ে তিনি বেশ উচ্ছ্বসিত। ছবিতে কার্তিককে কিছু দুর্ধষ অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে।

মুম্বাই মিররকে কার্তিক আরিয়ান বলেন, ‘আমি অনেকদিন ধরেই মারমার কাটকাট অ্যাকশন ছবি করতে আগ্রহি ছিলাম। ভূষণ স্যার বিষয়টা জানতেন।  সম্প্রতি তানহাজি দেখেছি। কী অসাধারণ চিত্রনাট্য, ভিজ্যুয়ালাইজেশনও দারুণ।’

অন্য এক গণমাধ্যমকে কার্তিক বলেন, ‘ওম রাউত থ্রিডি ব্যবহার করে অ্যাকশন গল্প বলার ক্ষেত্রে অতুলনীয়। আমি খুব উত্তেজিত তার পরবর্তী ছবিতে অভিনয় করতে যাচ্ছি। একই সাথে অপেক্ষা করে আছি নিজের প্রথম অ্যাকশন ছবি শুটিং শুরুর।’

নির্মাতারা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এখনো নাম ঠিক না হওয়া ছবিটির শুটিং হবে ভারতসহ বিভিন্ন দেশে। তবে কার্তিক ছাড়া অন্যান্য কাস্টিং এখনো চূড়ান্ত হয়নি।

ওম রাউত কার্তিক আরিয়ান তানহাজি থ্রিডি অ্যাকশন ভূষণ কুমার

বিজ্ঞাপন

অভিনেত্রী গুলশান আরা আর নেই
১৫ এপ্রিল ২০২৫ ১৪:১৪

আরো

সম্পর্কিত খবর