Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাধিকা আপ্তের ছবি আবারও ভাইরাল!


৯ ফেব্রুয়ারি ২০২০ ১৬:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অসাধারণ অভিনয় শৈলী দিয়ে জয় করেছেন সিনেমাপ্রেমীদের মন। অল্প সময়েই বলিউড সিনেমা জগতে জায়গা করে নিয়েছেন। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকবার খোলামেলা ছবি পোষ্ট করে ভাইরালও হয়েছেন। বলছিলাম, জনপ্রিয় অভিনেত্রী রাধিকা আপ্তের কথা।

রাধিকা আপ্তের সম্প্রতি তোলা একটি ছবি নিয়ে আবারও ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এই ছবি রাধিকাই পোষ্ট করেছেন। সুইমিংপুলের পাশে বসে থাকা অবস্থায় তোলা এই ছবিতে তাকে মনোকিনি (খোলামেলা ধরনের) পোশাক পরতে দেখা যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করে রাধিকা আপ্তে লিখেছেন, ‘আমার চুল কি আরও বড় করা উচিত? #মিসিং লং হেয়ার# হোয়েন ওল্ড ফটোজ মেক মি স্মাইল’।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০০৯ সালে ‘ঘো মালা আসলা হাভা’ নামের একটি মারাঠি সিনেমাতে অভিনয়ের মাধ্যমে সিনেমা জগতে হাতেখড়ি হয় রাধিকা আপ্তের। এরপর বলিউডের বেশকিছু সিনেমায় অভিনয় করে ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেন।

রাধিকা আপ্তে রাধিকার ভাইরাল ছবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর