Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কে.জি.এফ’র দ্বিতীয় অধ্যায়ে রাভিনা টেন্ডন


৯ ফেব্রুয়ারি ২০২০ ১৭:১০

২০১৮ সালের বলিউডের বক্স অফিসের সবচেয়ে বড় আশ্চর্যের নাম ছিল ‘কে.জি.এফ-অধ্যায় ১’। খুব বেশি আওয়াজ দিয়ে মুক্তি না ফেলেও এটি বক্স অফিসে শাহ্‌রুখ খানের ‘জিরো’কে নাস্তানুবাদ করেছিলো। খুব ধীরে ও অবিচলচিত্রে দর্শকদের মন জয় করেছিলো ছবিটি। এর হিন্দি ভার্সন আয় করেছিলো ৪৪ কোটির বেশি। মূল কন্নড় ভার্সনে রীতিমত দাঙ্গা সৃষ্টি করেছিলো বক্স অফিসে।

সবমিলিয়ে তাই ‘কে.জি.এফ-অধ্যায় ২’ নিয়ে সবার প্রত্যাশার পারদ আকাশচুম্বী। এটা আরো বেড়েছে গতবছর যখন সঞ্জয় দত্তের জন্মদিনে জানানো হয় এবারের পর্বে তিনি খলনায়কের চরিত্রে অভিনয় করবেন।

বিজ্ঞাপন

ছবিটি নিয়ে আরও দারুণ কিছু কাস্টিং হয়েছে। যার একটি রোববার পরিচালক প্রশান্ত নীল তার ফেসবুকে জানিয়েছেন। রাভিনা টেন্ডন অভিনয় করবেন ছবিটিতে। তিনি প্রধানমন্ত্রী রামিকা সেনের চরিত্রে অভিনয় করবেন। প্রশান্ত এ প্রসঙ্গে ফেসবুকে লিখেন, ‘মৃত্যুর পরোয়ানা জারি করে তিনি এসেছেন।’ মজার ব্যাপার হচ্ছে গত এক বছর ধরে রাভিনাকে নিয়ে গুঞ্জন ছিলো।

প্রধানমন্ত্রী রামিকা সেনের চরিত্রটি ‘কে.জি.এফ-অধ্যায় ১’র প্রথম দৃশ্যে কিছুটা দেখানো হলেও কোন চেহারা দেখানো হয়নি। মনে করা হচ্ছে চরিত্রটি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী থেকে অনুপ্রাণিত। কারণ ‘কে.জি.এফ-অধ্যায় ১’-এ দেখানো হয় ১৯৮১ সাল, রামিকা সেন বড় কর্মকর্তাদের ভারতের সবচেয়ে বড় অপরাধী সম্পর্কে বলছেন এবং তাকে ‘রাক্ষস’ হিসেবে অবহিত করেছেন। তিনি সেনাবাহিনীকে ডাকছেন তাকে ধ্বংস করার জন্য এবং মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করছেন।

বলিউড হাঙ্গামা বলছে, এ কারণে পরিচালক প্রশান্ত তার পোস্টে ‘মৃত্যু পরোয়ানা’ নিয়ে কথা বলছেন।

বিজ্ঞাপন

‘কে.জি.এফ-অধ্যায় ১’র গল্প ছিলো মুম্বাইয়ের রাস্তায় বেড়ে উঠা একজন ভয়ঙ্কর বিদ্রোহীর। যে কিনা জনগণকে দাসত্ব থেকে মুক্তি দেওয়ার জন্য কলার স্বর্ণখনিগুলোতে অনুপ্রবেশ করে। কন্নড় তারকা যশ ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। শ্রীনিধি শেঠী, অর্চনা জোইস, রামচন্দ্র রাজুসহ আরও অনেকে এতে অভিনয় করেন।

হিন্দি ভার্সনে ফারহান আখতার ও রিতেশ সিদ্ধওয়ানির ‘এক্সেল এন্টারটেইনমেন্ট’ যুক্ত হয়েছিলো। ‘কে.জি.এফ’র দ্বিতীয় অধ্যায়ে তারা সহ-প্রযোজক হিসেবে যুক্ত আছেন। ‘কে.জি.এফ-অধ্যায় ২’র মুক্তির তারিখ এখনো চূড়ান্ত হয়নি। সর্বশেষ খবর হচ্ছে ছবিটির টিম মুক্তির তারিখ ঠিক করার আগে এর সকল শুটিং শেষ করতে চায়।

কেজিএফ কেজিএফ অধ্যায় ২ রাভিনা টেন্ডন

বিজ্ঞাপন

চট্টগ্রামে আগুনে পুড়ল ৫ দোকান
২৩ নভেম্বর ২০২৪ ১২:৩৪

আরো

সম্পর্কিত খবর