Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জয়েশভাই জোয়ার্দার’-এ রনবীরের লুক ফাঁস


১০ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাত্রই গেলো শুক্রবার রনবীর সিং জানিয়েছেন তিনি যশরাজ ফিল্মসের ‘জায়েশভাই জোয়ার্দার’র ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। ছবিটিকে ধরা হচ্ছে এ বছরের অন্যতম প্রত্যাশিত ছবি।

এ ছবি দিয়ে বলিউডে পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে লেখক দিব্যাংয়ের। ‘জয়েশভাই জোয়ার্দার’-এ রনবীরকে একজন এন্টারটেইনারের ভূমিকায় দেখা যাবে।

‘জায়েশভাই জোয়ার্দার’ ছবির সেট থেকে কিছু ছবি অনলাইনে প্রকাশিত হয়েছে। সেখানে চলে এসেছে রনবীরের লুক। প্রকাশিত একটি ছবিতে রনবীর সিংকে দেখা গিয়েছে প্রিন্টের শার্ট, শাহী গোঁফে। পুরোদস্তর একজন গুজরাটি মানুষ।

অন্য আরেকটি ছবিতে দেখা গেছে বোমান ইরানিকে। ছবিতে তিনি রনবীরের বাবার চরিত্রে অভিনয় করেছেন। ছবিতে দেখা যায় রনবীর প্রোডাকশন টিমের সাথে বসে স্ক্রিপ্ট বা অন্যকিছু পড়ছিলেন।

বিজ্ঞাপন

‘জায়েশ ভাই জোয়ার্দার’ ছবি দিয়ে বলিউডে অভিষেক হচ্ছে শালিনী পান্ডের। তিনিও কিছুদিন আগে ক্রুদের সাথে কিছু ছবি শেয়ার করেন।

‘জায়েশভাই জোয়ার্দার’ এ বছরই মুক্তি পাবে।

জয়েশভাই জোয়ার্দার রনবীর সিং শালিনী পান্ডে