Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদেই ‘বিক্ষোভ’


১১ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৪৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গত বছর থেকে শুটিং চলছে ‘বিক্ষোভ’ ছবির। শামীম আহমেদ রনি পরিচালিত ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন শান্ত খান এবং কলকাতার শ্রাবন্তী। ছবিটি এবারের ঈদে মুক্তি দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সারাবাংলাকে জানানো হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে।

‘বিক্ষোভ’ প্রযোজনা করছে শাপলা মিডিয়া। সংস্থার একজন কর্মকর্তা সারাবাংলাকে বলেন, আমরা ছবিটি ঈদে মুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। সেভাবেই সব কিছু এগুচ্ছে।

প্রযোজনা সংস্থা ছাড়াx পরিচালক শামীম আহমেদ রনিও ঈদে মুক্তি দেওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন।

ঢাকায় সম্প্রতি ঘটে যাওয়া নিরাপদ সড়ক চাই আন্দোলন ‘বিক্ষোভ’ ছবির পটভুমি। সড়ক দুর্ঘটনায় কলেজের একজন শিক্ষার্থীর মৃত্যু হলে তার বিচারের দাবিতে বন্ধুরা আন্দোলনে নামে। ছবিতে শান্ত খান একজন কলেজ শিক্ষার্থী। অন্যদিকে শ্রাবন্তী ওই কলেজের শিক্ষিকার ভূমিকায় আছেন।

বিজ্ঞাপন

ছবির শুটিং হয়েছে ঢাকা ও কলকাতায়। বলিউড তারকা সানি লিওনি ছবির একটি আইটেম গানে অংশ নিয়েছেন। সানির গানটির শুটিং হয়েছে মুম্বাইয়ে।

ঈদের ছবি শান্ত খান শামীম আহমেদ রনি শ্রাবন্তী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর