৬৪ জেলায় একযোগে শুরু হচ্ছে ‘জাতীয় নাট্যোৎসব’
১১ ফেব্রুয়ারি ২০২০ ১৯:০০
‘জঙ্গি-অবক্ষয়-দুর্নীতি, মানবে না এ সংস্কৃতি’ এই প্রতিপাদ্যে সারাদেশে ৪ শতাধিক নাট্য সংগঠনের অংশগ্রহণে একযোগে অনুষ্ঠিত হচ্ছে ‘জাতীয় নাট্যোৎসব ২০২০’। বুধবার (১২ ফেব্রুয়ারি) থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ৬৪ জেলায়ই চলবে এ নাট্যোৎসব।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যশালার সেমিনার কক্ষে ‘জাতীয় নাট্যোৎসব ২০২০’-এর সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে এই উৎসবের আয়োজক সংগঠন ‘বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন’।
এসময় জানানো হয়, আগামীকাল বুধবার সকাল সাড়ে এগারোটায় সব বিভাগ থেকে উপস্থিত অনুষ্ঠান উপস্থাপনের পর গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই নাট্যোৎসব উদ্বোধন করবেন। একইসময় প্রতিটি জেলায় জেলা প্রশাসকের কার্যালয়ে সংস্কৃতি ও নাট্যকর্মীদের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান একযোগে প্রচারিত হবে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় অনুষ্ঠিতব্য এ নাট্যোৎসবে অংশ নেবে ৪ শতাধিক দল থেকে ৩০ হাজার নাট্যকর্মী। এর মধ্যে ৩০২টি মঞ্চ ও পথ নাটক অনুষ্ঠিত হবে। এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে চট্রগ্রামে।
আয়োজক সংগঠনের আহ্বায়ক ও সেক্রেটারি কামাল বায়েজিদ বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর প্রাক্কালে আমরা একটি জাগরণ তৈরি করতে যাচ্ছি, এটা বাঙালির সংস্কৃতির জাগরণ হোক, এটা মানবিক সমাজ তৈরির জাগরণ হোক, আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। আমরা মুক্তিযুদ্ধ, বাঙালির সংস্কৃতি নিয়ে হওয়া নাটক সিলেক্ট করেছি। আমরা মানুষের দোরগোড়ায় এই নাট্যোৎসব পৌঁছাত চাই।
এসময় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি বলেন, ‘এটাকে আমরা উৎসব নামকরণ করেছি কিন্তু শুধুই উৎসব না, এটা আমাদের শিল্প আন্দোলন। এই ধরনের ব্যাপকতায় কোনো উৎসব আয়োজন করা হয়নি। সবাই হাতে-হাত মিলিয়ে কাজ করে যাচ্ছেন, আমরা আশাকরি একটি বৈশিষ্ট্যমণ্ডিত উৎসব সম্পন্ন করতে সক্ষম হবো’।
জাতীয় নাট্যোৎসব জাতীয় নাট্যোৎসব ২০২০ বাংলাদেশ শিল্পকলা একাডেমি