Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভালোবাসা দিবসের বিতর্ক ‘ডিজিটাল ভালোবাসাই টেকসই ভালোবাসা’


১৩ ফেব্রুয়ারি ২০২০ ১৩:২১

১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস। এই দিনে টেলিভিশন চ্যানেলগুলোতে থাকে নানা আয়োজন। চ্যানেল আইয়েও থাকছে তেমন এক আয়াজন- প্রীতি বির্তক।

বিতর্কের বিষয়- ‘ডিজিটাল ভালোবাসাই টেকসই ভালোবাসা’। বিষয়টির পক্ষে বক্তব্য দিবেন ডাকসুর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহরিন তাজনিন অরণী ও তাহসিন রিয়াজ। বিপক্ষে অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন টুম্পা ও এডিসি, জামালপুর ও রাজীব সরকার।.

প্রীতি বিতর্কটির সঞ্চালনায করেছেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের চেয়ারম্যান একেএম শোয়েব। প্রযোজনা করেছেন আমিনুল ইসলাম রাজু।

অনুষ্ঠানটি ভালোবাসা দিবসে দুপুর ১২টা ৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে।

চ্যানেল আই ডিজিটাল ভালোবাসাই টেকসই ভালোবাসা প্রীতি বিতর্ক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর