কাজী হায়াতের সিনেমায় শাকিব
২৪ ফেব্রুয়ারি ২০১৮ ১৮:৪৮ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৮ ১৮:৪৯
এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট ।।
বাংলা সিনেমার সবচেয়ে জনপ্রিয় জুটি কাজী হায়াত ও মান্না। এই নায়ক-পরিচালক জুটি মিলে উপহার দিয়েছেন অসংখ্য সুপারহিট সিনেমা। মান্নার মৃত্যুর পর চলচ্চিত্র পাড়া যেমন স্থবির হয়ে পড়েছিলো, ঝিঁমিয়ে পড়েছিলেন কাজী হায়াতও!
শাকিব খানকে ধরা হয় মান্না পরবর্তী যুগের সবচেয়ে বড় সুপারস্টার। তবে জনপ্রিয় এই চিত্রনায়ককে নিয়ে এখনো পর্যন্ত কোন সিনেমা তৈরী বানাননি কাজী হায়াত। কেন বানাননি সেই প্রশ্নউত্তরে না গিয়ে ভক্তদের সরাসরিই জানিয়ে রাখি শিগগিরই মান্নার শূন্যস্থানে শাকিবকে বসাতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই নির্মাতা।
আর কদিন বাদেই কাজী হায়াত শুরু করবেন তার ৫০তম সিনেমার দৃশ্যধারণের কাজ। এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করবেন শাকিব খান। ছবির নাম ‘আমার স্বপ্ন আমার দেশ’। সারাবাংলাকে খবরটি নিশ্চিত করেছেন কাজী হায়াত নিজেই।
‘আমার স্বপ্ন আমার দেশ’ ছবিতে শাকিবের নায়িকা হিসেবে থাকবেন বুবলী। তবে এই অভিনেত্রী এখনো পর্যন্ত নিশ্চিত কোন কথা দেননি পরচিালককে। ‘আমার স্বপ্ন আমার দেশ’ ছবিটি নির্মিত হবে শাপলা মিডিয়ার ব্যানারে।
সারাবাংলা/টিএস