Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিসিমপুরে শিশুদের আনন্দময় সময়


১৫ ফেব্রুয়ারি ২০২০ ১৬:৪৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অমর একুশে গ্রন্থমেলায় আজ (শনিবার) ছিলো ৪র্থ শিশুপ্রহর। আর শিশুপ্রহর মানেই বইমেলার শিশু চত্বর। আর শিশু চত্বরের মানেটা তো কারোরই অজানা নেই। সেখানে আছে ছোটদের ভীষণ প্রিয় সিসিমপুরের স্টল আর মঞ্চ। সেখানে প্রতি শিশুপ্রহরে হাজির হয় সিসিমপুরের জনপ্রিয় চরিত্র ইকরি, হালুম, শিকু আর টুকটুকি। আজও ছিলো তাই। মেলায় আসা শিশুদের আনন্দ দিতে শিশু চত্বরে হাজির ছিল ওরা।

আর প্রিয়জনদের হাত ধরে ঘুরতে আসা শিশুরাও মেতে উঠে সিসিমপুরের ইকরি-হালুম আর টুকটুকির সাথে।

সকাল থেকেই শিশুরা ভিড় করে সিসিমপুরে। শিশুচত্বরে বিরাজ করে উৎসবমুখর এক পরিবেশ। শিশুদের কেউ কিনে পছন্দের সব গল্পের বই, কেউবা ইকরি-হালুম আর টুকটুকির সাথে ছবি, গান আর আড্ডা দিয়ে পার করে আনন্দঘন সময়।

বিজ্ঞাপন

 

ছবিঃ সুমিত আহমেদ

গ্রন্থমেলা শিশুপ্রহর সিসিমপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর