Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম দিনে ‘লাভ আজকাল’-এর আয় দুই অংকে


১৫ ফেব্রুয়ারি ২০২০ ১৭:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইমতিয়াজ আলি খানের নির্মিত লাভ আজকাল রিলিজ হয়েছে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি)। ভ্যালেন্টাইন ডে’তে রিলিজ হওয়া সিনেমাটি বক্স অফিসে বেশ ভালোই করছে। প্রথম দিনেই আয়ের পরিমাণ দুই অংকের ঘরে পৌঁছেছে।

শুক্রবার প্রথম দিনে ১২ কোটি ৪০ লাখ রুপি আয় করেছে লাভ আজকাল। সিনেমার প্রধান মুখ কার্তিক আরিয়ান, সারা আলী খান অবশ্য এখনও বলিউডে নবাগতই বলা চলে। তবুও সিনেমাটির আয় দুই অংকের ঘরে পৌঁছানো চাট্টিখানি কথা নয়।

এদিকে এ সিনেমার প্রথম দিনের আয় দেখে কার্তিক আরিয়ানের খুশি হওয়ার কথা। কেননা আয়ের দিক থেকে ‘লাভ আজকাল’ কার্তিক আরিয়ানকে তার ক্যারিয়ারের সবচেয়ে সফল প্রথম দিন উপহার দিয়েছে।

বিজ্ঞাপন

এর আগে কার্তিক আরিয়ানের অভিনীত পতি ‘পত্নী অর ও’ সিনেমা রিলিজের প্রথম দিনে আয় করে ৯ কোটি ১০ লাখ রূপি। ‘লুকা চুপ্পি’ রিলিজের প্রথম দিন আয় করেছিলো ৮ কোটি রূপি ও ‘পেয়ার কা পাঞ্চনামা-২’ প্রথম দিন সংগ্রহ করে ৬ কোটি ৮০ লাখ রূপি। এছাড়া ‘সনু কে টিটু কি সুইটি’ প্রথম দিন আয় করেছিলো ৬ কোটি ৪২ লাখ রুপি। কার্তিক আরিয়ানের অভিনীত সিনেমার এ ধারাবাহিকতাই এখন বক্স অফিসে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়।

লাভ আজকাল ২০০৯ সালে ইমতিয়াজ আলী খানের ‘লাভ আজ কাল’-এর রিমেক। ওই সিনেমায় সাইফ আলী খান ও দীপিকা অভিনয় করেছিলেন।

কার্তিক আরিয়ান লাভ আজকাল

বিজ্ঞাপন

সন্তান নিতে চান জয়া আহসান
৫ জুলাই ২০২৫ ২০:১৪

আরো

সম্পর্কিত খবর