জনপ্রিয় টিভি উপস্থাপিকা ক্যারোলিন ফ্ল্যাকের আত্মহত্যা
১৬ ফেব্রুয়ারি ২০২০ ১৬:০৪
আইটিভি’র দর্শক নন্দিত টিভি শো ‘লাভ আইল্যান্ড’ এর সদ্য-সাবেক উপস্থাপিকা ক্যারোলিন ফ্ল্যাক (৪০) মারা গেছেন। তার পারিবারিক আইনজীবী জানিয়েছেন, ক্যারোলিন আত্মহত্যা করেন। তবে ঠিক কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। খবর বিবিসির।
যুক্তরাজ্যের স্থানীয় সময় শনিবার (১৫ ফেব্রুয়ারি) ক্যারোলিনের লন্ডনের ফ্ল্যাট থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
ক্যারোলিন গত বছরের ডিসেম্বরে তার বয়ফ্রেন্ড লুইস বুর্টনের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। শারীরিক নির্যাতনের অভিযোগে লুইস বুর্টন মামলা দায়ের করেন ক্যারোলিনের বিরুদ্ধে। পরে জামিনে জেল থেকে ছাড়া পান তিনি। এ কারণে ‘লাভ আইল্যান্ড’ এর শীতকালীন পর্বে তাকে উপস্থাপনা হতেও সরিয়ে দেওয়া হয়েছিল। সবকিছু নিয়ে বিপর্যস্ত ছিলেন এ তারকা।
এদিকে ক্যারোলিনের পরিবার তার মৃত্যুতে শোক জানিয়েছে। গণমাধ্যমকে অনুরোধ করা হয়েছে ব্যক্তিগত গোপনীয়তা সমুন্নত রাখার জন্য। যাতে গণমাধ্যম কর্মীরা কোনো ছবি তোলার বা যোগাযোগের চেষ্টা না করেন।
আইটিভি’ এক বিবৃতিতে ঘোষণা করে, শনিবার রাতের ‘লাভ আইল্যান্ড’ পর্বটির প্রচার স্থগিত করা হয়েছে। চ্যানেল ফোরও ঘোষণা করেছে টিভি সিরিজ দ্য সারজুরি প্রচারিত হবে না। যুক্তরাজ্যের অন্যতম জনপ্রিয় উপস্থাপিকা ক্যরোলিন দ্য এক্স ফ্যাক্টরেও কাজ করেছেন।