Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বকুলতলায় ‘জলজ বসন্ত’ [ফটো স্টোরি]


১৮ ফেব্রুয়ারি ২০২০ ২০:৫৫

প্রতিবারের মতো এবারও অনুষ্ঠিত হয়েছে বাংলা গানের দল ‘জলের গান’র আসর ‘জলজ বসন্ত’। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চারুকলার বকুলতলায় উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এ অনুষ্ঠান। এবার আসরে শুরু হয় জলের গানের গুরুজন সম্মাননা। এদিন প্রথম ‘গুরুজন সম্মাননা- মনের মানুষ ২০২০’ পেলেন নাট্যজন আজাদ আবুল কালাম।

২০০৬ সালে রাহুল আনন্দ ও কনক আদিত্য মিলে গড়েছিলেন বাংলা গানের এ দলটি। গত বছর এক যুগ পূর্তি হয় তাদের। এখন দলে আছেন রাহুল আনন্দ, রানা সরোয়ার, এ বি এস জেম, মাসুম মিয়া, দীপ রায়, মল্লিক ঐশ্বর্য, গোপী দেবনাথ ও শব্দ প্রকৌশলী ডি এইচ শুভ।

এ আয়োজনের রঙিন মুহূর্ত গুলো আসাদুল্লা লায়ন‘র ক্যমেরায় _

আজাদ আবুল কালাম গুরুজন সম্মাননা- মনের মানুষ ২০২০ চারুকলার বকুলতলা জলজ বসন্ত জলের গান রাহুল আনন্দ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর