জাতীয় নাট্যোৎসব: নাট্যশালায় প্রাঙ্গণেমোর’র ‘আওরঙ্গজেব’
১৯ ফেব্রুয়ারি ২০২০ ০৯:০০
‘জঙ্গি-অবক্ষয়-দুর্নীতি, মানবে না এ সংস্কৃতি’—এই প্রতিপাদ্যে সারাদেশে চার শতাধিক নাট্য সংগঠনের অংশগ্রহণে একযোগে অনুষ্ঠিত হচ্ছে ‘জাতীয় নাট্যোৎসব ২০২০’। দেশের ৬৪ জেলায় বুধবার (১২ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে এই নাট্যোৎসব। চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত।
আজ (বুধবার) নাট্যোৎসবের অষ্টম দিনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হচ্ছে প্রাঙ্গণেমোর’র আলোচিত প্রযোজনা ‘আওরঙ্গজেব’। প্রাঙ্গণেমোরের সপ্তম প্রযোজনা এটি। এবার হতে যাচ্ছে নাটকটির ৪৪তম প্রদর্শনী।
মোহিত চট্টোপাধ্যায়ের রচনায় নাটকটির নির্দেশনায় অনন্ত হিরা। ধর্ম নিয়ে মুঘল সাম্রাজ্যের নির্মম প্রাসাদ রাজনীতি ও ষড়যন্ত্র এবং তার আধুনিক সমকালীন বিশ্লেষণ, প্রয়োগ ও উপস্থাপনের নাটক ‘আওরঙ্গজেব’।
অনন্ত হিরা আওরঙ্গজেব জাতীয় নাট্যোৎসব ২০২০ প্রাঙ্গণেমোর প্রাঙ্গণেমোর’র ‘আওরঙ্গজেব’