মাতৃভাষা দিবসে সিসিমপুরের বিশেষ পর্ব
২০ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৩৯
২১ শে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিশ্বব্যাপী পালিত হয় ভাষার লড়াইয়ে জন্য অমর হওয়া বিশেষ এই দিন। মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শিশুদের ভীষণ ভীষণ প্রিয় অনুষ্ঠান সিসিমপুর নির্মাণ করেছে বিশেষ একটি পর্ব। সিজন ১২ এর বিশেষ এই পর্বটিতে ভাষা আর বই পড়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। যা প্রচারিত হবে ২১ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকেল ৫টা ৩০ মিনিটে দুরন্ত টেলিভিশিনের পর্দায়।
মাতৃভাষা দিবসের বিশেষ এই পর্বটি সাজানো হয়েছে শহীদ মিনারে শ্রদ্ধা জানানো, বই পড়ার গুরুত্ব, গানে গানে গুনতে শেখা, লাইব্রেরি ব্যবহারের পদ্ধতি, স্বাস্থ্য সচেতনতার মতো আরও কিছু মজার বিষয় নিয়ে।
ইউএসএআইডি’র আর্থিক সহযোগিতায় নির্মিত সিসিমপুর ৩-৮ বছর বয়সি বাংলাদেশি শিশুদের জন্য একটি প্রাকশৈশব শিক্ষা কর্মসূচি যা শিশুদেরকে করে তুলছে আরো সম্পন্ন, আরো সবল এবং আরো সদয়।
সিসিমপুরের ১২তম সিজন দুরন্ত টিভিতে দুপুর ১২:৩০ ও বিকাল ৫:৩০ প্রচারিত হয়। এছাড়া সপ্তাহে চারদিন সিসিমপুরের আগের সিজন প্রচারিত হয় বাংলাদেশ টেলিভিশনে।