Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছবিতে সুফি উৎসবের দ্বিতীয় দিন


২৫ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:২৮ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:৩৭

‘সম্প্রীতির জন্য সংগীত’ প্রতিপাদ্যকে সামনে রেখে শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে দ্বিতীয় আন্তর্জাতিক সুফি উৎসব। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় যৌথভাবে এই উৎসবের আয়োজন করেছে আল্লামা রুমি সোসাইটি এবং হাটখোলা ফাউন্ডেশন। ২৩-২৫ ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিনব্যাপী এই উৎসবে বাংলাদেশ, ভারত, তুরস্ক ও ইরানের ১১৯ জন শিল্প অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠানের দ্বিতীয় দিনের ছবি তুলেছেন সারাবাংলার বিশেষ আলোকচিত্রী আশীষ সেনগুপ্ত

 

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করছেন তুরস্কের ‘দ্য ইস্তাম্বুল হিস্টোরিক্যাল টার্কিস মিউজিক ইনসামবল্’।

 

 ‘দ্য ইস্তাম্বুল হিস্টোরিক্যাল টার্কিস মিউজিক ইনসামবল্’-এর আরও একটি পরিবেশনা।

 

ঢাকার দর্শকদের সুরের মুর্ছনায় মুগ্ধ করে রাখে ‘দ্য ইস্তাম্বুল হিস্টোরিক্যাল টার্কিস মিউজিক ইনসামবল্’-এর সদস্যরা।

 

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় বাউল শিল্পী কিরণ চন্দ্র রায়

 

টুনটুন বাউলের পরিবেশনা

 

অনুষ্ঠানে গান গাইছেন চন্দনা মজুমদার

 

ছিলেন সংগীত শিল্পী পুলক

 

হানিফ বাউলের পরিবেশনা

 

বাউল আব্দুর রাজ্জাক

 

নূর এ ইয়াসমিন জলি

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ও সাহিত্য বিভাগের পরিবেশনা

 

সারাবাংলা/এএসজি/এমআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর