Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিল্পকলার ভিন্নধর্মী আয়োজন


২২ ফেব্রুয়ারি ২০২০ ১৫:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাদেশে অবস্থানরত বিশ্বের বিভিন্ন ভাষাভাষীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে দারুণ এক সাংস্কৃতিক অনুষ্ঠান।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠানের শুরুতে সকল শিল্পীরা শহিদদের স্মরনে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বিভিন্ন ভাষাভাষীদের অংশগ্রহণে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। বাংলাদেশে অবস্থানরত বিশ্বের বিভিন্ন ভাষাভাষীদের শুভেচ্ছা জানান বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

এরপর রাত ৮টায় শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চের সাংস্কৃতিক অনুষ্ঠানে সমবেত সঙ্গীত, একক সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন বিভিন্ন দেশের নাগরিকরা।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বালাদেশে অবস্থান করা অস্ট্রেলিয়া, ফ্রান্স, নেপাল, মালদ্বীপ, স্পেন ও কনফুসিয়াস ইন্সস্টিটিউট, চায়না, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, কোরিয়া, জাপান, ইরান কালচারাল সেন্টার, ইন্দিরাগান্ধী কালচারাল সেন্টার, কিরগিজস্তাননের শিল্পীরা অংশ নেন।

এছাড়া শিল্পী ইয়াসমিন আলীর পরিচালনায় ঢাকা সাংস্কৃতিক দলের শিল্পীবৃন্দ পরিবেশন করেন বিশ্বের বিভিন্ন ভাষার গান।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলোদেশ শিল্পকলা একাডেমি শিল্পকলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর