Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাহির তৃতীয় ‘টার্নিং পয়েন্ট’!


২৬ ফেব্রুয়ারি ২০২০ ১৫:২৮ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২০ ১৬:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আট বছর হতে চললো মাহিয়া মাহির ক্যারিয়ারের বয়স। আর এই আট বছরে তার ক্যারিয়ারে কমপক্ষে দুবার টার্নিং পয়েন্ট এসেছে—‘পোড়ামন’ ও ‘অগ্নি’। ছবি দুটি তার জনপ্রিয়তা বাড়িয়েছে, তাকে আরও বেশি দর্শকের কাছে পৌঁছে দিয়েছে। পাশাপাশি প্রযোজক-পরিচালকদের কাছেও তার অবস্থান শক্ত হয়েছিলো।

মাহি এবার তার ক্যারিয়ারের তৃতীয় টার্নিং পয়েন্ট খুঁজে পেয়েছেন। তিনি নিজেই জানিয়েছেন সেই তথ্য।

গতকাল (২৫ ফেব্রুয়ারি) থেকে মাহি অংশ নিচ্ছেন রায়হান রাফির ছবি ‘স্বপ্নবাজী’তে। এতে তার চরিত্রের নাম যানিয়া, একজন র‍্যাম্প মডেল। প্রথম দিনে শুটিংয়ে অংশ নিয়ে মাহি তার নতুন চরিত্রের প্রেমে পড়ে গেছেন।

বিজ্ঞাপন

ফেসবুকে শুটিংয়ের এবং নিজের চরিত্রের কিছু ছবি শেয়ার করেছেন। ছবিগুলোতে বেশ বোল্ড মাহি—সিগারেট ও মদের গ্লাস হাতে তার চাহনি নিয়ে আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগের দুনিয়ায়। ছবিগুলোর ক্যাপশনে মাহি লিখেছেন- ‘স্বপ্নবাজী-ই হবে আমার টার্নিং পয়েন্ট, ইনশাআল্লাহ। ধন্যবাদ রায়হান রাফি আর পিয়াল হোসেন (ছবির প্রযোজক) আমাকে যানিয়া হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য।’

এত উচ্ছ্বাস, ভালোবাসা ও উচ্চাশা চরিত্রটি নিয়ে; কিন্তু কেন?

শুটিংয়ে শটের ফাঁকে ২ মিনিট সময় পেয়েছিলেন মাহি। এর মধ্যেই সারাবাংলার প্রশ্নের উত্তর দিলেন। জানালেন, যানিয়া ব্যক্তি জীবনের কিছু বিষয় নিয়ে বিষণ্নতায় নিজেকে ডুবিয়ে দেন মাদকে। মাহি বললেন, ‘এক কথায় দুর্দান্ত শুটিং করছি দুদিন ধরে। আমি নিজেই নিজের অভিনয়ের প্রেমে পড়ে যাচ্ছি।’

এর বেশি কিছু জানা সম্ভব হলো না। ফোনের মাঝেই পরিচালকের ডাক- ‘শট রেডি, হিরোইনকে কে ডাকো’।

অগ্নি পোড়ামন মাহিয়া মাহি রায়হান রাফি স্বপ্নবাজী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর