বাংলাদেশের প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলার ‘ঢাকা অ্যাটাক’ মুক্তি পেয়েছিলো ২০১৭ সালের ৬ অক্টোবর। ছবিটির সে বছরের সবচেয়ে ব্যবসাসফল ছিলো। দীপংকর দীপন পরিচালিত ছবিটি ৪টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জিতেছে। মুক্তির আড়াই বছর পর ইউটিউবে উন্মুক্ত করা হয়েছে ‘ঢাকা অ্যাটাক’।
টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে এটি দেখা যাচ্ছে। এর আগে এটি বায়োস্কোপ, আইফ্লিক্সসহ বেশকিছু অনলাইন স্ট্রিমিং সাইটে উন্মুক্ত করা হয়েছিলো। মুক্তি পেয়েছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, মধ্যপ্রাচ্য, ইউরোপ, সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রেক্ষাগৃহে।
আরিফিন শুভ, মাহিয়া মাহি, এবিএম সুমন ও তাসকিন রহমান ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। আরও ছিলেন শতাব্দী ওয়াদুদ, কাজী নওশাবা, সৈয়দ হাসান ইমাম, আফজাল হোসেন, আলমগীর, মোহাম্মদ আলী হায়দার, নিকুল কুমার প্রমুখ।
‘ঢাকা অ্যাটাক’ যৌথভাবে প্রযোজনা করেছে স্প্ল্যাশ মাল্টিমিডিয়া, ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতি লি. ও থ্রি-হুইলারস লিমিটেড।