Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রক্রিয়া শেষে ফিরবে মরদেহ


২৫ ফেব্রুয়ারি ২০১৮ ২১:০৯

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১১টা থেকে ১১টা ৩০ মিনিটের মধ্যে দুবাইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলিউড অভিনেত্রী শ্রীদেবী। কারণ হিসেবে বলা হচ্ছে হৃদরোগ। কিন্তু প্রয়াত শ্রীদেবীর দেবর সঞ্জয় কাপুর দুবাইয়ের এক সংবাদমাধ্যমকে বলেছেন, ‘শ্রীদেবীর কখনোই হৃদরোগজনিত সমস্যা ছিল না।’

তাই শ্রীদেবীর পোস্ট মর্টেম করা হয়েছে দুবাইতে। সেকারণেই মরদেহ মুম্বাইতে ফিরতে সময় লাগছে বলে জানিয়েছে ভারতীয় একাধিক গণমাধ্যম।

ভারতীয় গণমাধ্যম আরো জানিয়েছে, দুবাইতে শ্রীদেবীর পোস্ট মর্টেম শেষ হয়েছে স্থানীয় সময় ৬টা ৪৫মিনিটে। মুম্বাই এয়ারপোর্টের কর্মকর্তা বলেছেন, ‘শ্রীদেবীর মরদেহ বহনকারী প্লেনটি মুম্বাইতে স্থানীয় সময় ১০টা ৩০মিনিটের পরে এসে পৌঁছাতে পারে। সময়টা নিশ্চিত করে বলা যাচ্ছে না।’

দুবাইয়ের গণমাধ্যম খালিজ টাইমসে ডাক্তার খালেদ বলেছেন, ‘শ্রীদেবী একজন হাই প্রোফাইল পারসোনালিটি। সব কাজ আমাদের খুব ভালোভাবে, সময় নিয়ে করতে হচ্ছে।’

দুবাইয়ের ভারতীয় অ্যাম্বাসি জানিয়েছে, ‘দুবাইয়ের পুলিশ বিষয়টি দেখছে। তাদের বিভিন্ন কিছু মিলিয়ে নিচ্ছে, আমরা তাদের সহযোগিতা করছি। আমরা চেষ্টা করছি আনুষ্ঠানিকতা যত দ্রুত শেষ করা যায়।’

শ্রীদেবীর মরদেহ মুম্বাই আসার পর কী হবে, সেই সিদ্ধান্ত খুব গোপনেই নিচ্ছে পরিবার। এরইমধ্যে অনিল কাপুরের বাড়িতে আসতে দেখা গেছে অভিনেত্রী রেখা ও অর্জুন কাপুরকে।

আত্মঘাতী মাধুরার ‘অভিশাপে’ শ্রীদেবীর মৃত্যু!

সারাবাংলা/পিএ

বিজ্ঞাপন
সর্বশেষ

বিপদসীমার ওপরে পানি, ৪৪ জলকপাট খোলা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৬

তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৪

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর