Sunday 13 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রিয়াঙ্কা-জোনাসের ব্যবধান ১০


২৭ ফেব্রুয়ারি ২০২০ ১২:২৪

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাস দম্পতির বয়সের ব্যবধান নিয়ে গুঞ্জনের শেষ নেই। তারা বিয়ের পাঠ চুকিয়ে ফেলেছেন সেই কবে। তারপরও এই জুটির বয়সের অঙ্ক মেলাতেই ব্যস্ত একদল!

প্রিয়াঙ্কা-নিকের বয়সের ব্যবধান আসলেই কত- তা নিয়ে দুজনের কেউ এতদিন মুখ খোলেননি। সম্প্রতি নিক জোনাস পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, তাদের বয়সের ব্যবধান ১০ বছর। সেই অনুয়ায়ী, প্রিয়াঙ্কার বয়স এখন ৩৭ এবং নিকের চলছে ২৭। মার্কিন টিভি সিরিজ ‘দ্য ভয়েস’ এর একটি অনুষ্ঠানে নিক জোনাস অত্যন্ত সাবলীল ভঙ্গিমায় একথা জানিয়ে দেন।

বিজ্ঞাপন

এদিকে প্রিয়াঙ্কা চোপড়াও বয়সের এই ব্যবধানকে ইতিবাচকভাবেই দেখেন। গত বছর এক সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী বলেন, ‘যে যার পছন্দমতো জীবনসঙ্গী বেছে নেবে। এতে অন্যদের নাক গলানোর প্রয়োজন নেই।’

সমালোচকদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে প্রিয়াঙ্কা বলেন, ‘যখন পুরুষ সঙ্গী বয়সে বড় হয়, তখন কাউকে কোন কথা বলতে শোনা যায় না। এমনকি স্ত্রীর সঙ্গে বয়সের ব্যবধান যদি অনেক বেশি হয়, তারপরও এই ব্যাপারে কেউ একটি শব্দও উচ্চারণ করেন না। বরং অত্যন্ত স্বাভাবিকভাবে বিষয়টিকে নেয়া হয়।’

উল্লেখ্য, ২০১৮ এর ডিসেম্বরে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস বিয়ে করেন। খ্রিষ্টান ও হিন্দু- দুটো রীতি মেনেই বিয়ে করেন তারা।

নিক জোনাস প্রিয়াঙ্কা চোপড়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর