Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবশেষে শেষ হচ্ছে ‘ব্রক্ষ্মাস্ত্র’


২৭ ফেব্রুয়ারি ২০২০ ১২:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেশ কয়েক মাস ধরে চলছে অয়ন মুখার্জীর ‘ব্রক্ষ্মাস্ত্র’ ছবির শুটিং। এখন পর্যন্ত শুটিং হয়েছে ১৭০ দিন। আরও ২০ দিন লাগবে সব শুটিং শেষ হতে। বলিউড হাঙ্গামার কাছে এমন কথাই জানিয়েছেন অয়ন মুখার্জী।

বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, পরিচালক মুম্বাই স্টুডিওতে ভারতের হিমাচল প্রদেশের একটা অংশ নতুন করে বানাচ্ছেন। যে কারণে তাদেরকে বিশাল সেটআপ নিয়ে কাজ করতে হচ্ছে এবং গ্রীণ স্ক্রিনে শুটিং করতে হচ্ছে।

‘ব্রক্ষ্মাস্ত্র’র প্রধান চরিত্রে আছেন অমিতাভ বচ্চন, রনবীর কাপুর আর আলিয়া ভাট। ছবিতে রনবীরের চরিত্রের নাম শিবা এবং তার মেন্টরের ভূমিকায় ‘মিস্টার বিগ বি’ অমিতাভ বচ্চন। তাদের দুজনের বেশির ভাগ দৃশ্যে ভিজ্যুয়াল এফেক্ট ব্যবহার করা হবে।

বিজ্ঞাপন

দিন দুয়েক আগে ‘বিগ বি’ রনবীরের সাথে বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। সেখান থেকে জানা যায় তাদের শিডিউল শুরু হচ্ছে প্রতিদিন ভোর ছয়টা থেকে।

অমিতাভ লেখেন, ‘কাজ শুরু হয়, ভোর ছয়টা থেকে। রিহার্সেল, ব্লকিং। তারপর শুটিং। আমার অন্যতম প্রিয়ের সাথে।’

‘ব্রক্ষ্মাস্ত্র’ এ বছরের ৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

‘ব্রক্ষ্মাস্ত্র’ অমিতাভ বচ্চন বিগ বি রনবীর কাপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর