Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এলো ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’র প্রথম দর্শন


২৭ ফেব্রুয়ারি ২০২০ ১৭:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৯ বছর আগে দেবাশীষ বিশ্বাস নির্মাণ করেছিলেন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’। রিয়াজ ও শাবনূর অভিনীত ছবিটি সে সময়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। প্রায় দুই দশক পর জনপ্রিয় সেই চলচ্চিত্রের সিক্যুয়েল আনার ঘোষণা দিয়েছেন একই পরিচালক। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে প্রকাশ পেল সেই ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’-এর  প্রথম পোস্টার।

সিক্যুয়েলের প্রধান দুই অভিনয়শিল্পী অপু বিশ্বাস ও বাপ্পীর ছবি স্থান পেয়েছে পোস্টারে। এতে একটি বিয়ে বাড়ির গেটে নৃত্যের ভঙ্গিতে দেখা যাচ্ছে তাদের। দর্শকদের জন্য ভরপুর বিনোদন রয়েছেএমনই ইঙ্গিত রয়েছে পোস্টারে।

দেবাশীষ বিশ্বাস জানান, মাসখানেক আগে ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। ভালোবাসা দিবসে মুক্তির কথা শোনা গিয়েছিল। তবে এখনো মুক্তির তারিখ ঠিক হয়নি। দেবাশীষ বলেন, ‘মুক্তির তারিখ প্রযোজনা সংস্থা থেকে আগামী রোববার (১ মার্চ) সংবাদ সম্মেলন করে জানানো হবে। মার্চের যেকোনো শুক্রবার এটি মুক্তি পাচ্ছে, তা বলতে পারি।’

বিজ্ঞাপন

‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’-এ অপু-বাপ্পী ছাড়াও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, কাবিলা, হারুন কিসিঞ্জারসহ অনেকে। প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড।

অপু বিশ্বাস দেবাশীষ বিশ্বাস বাপ্পী চৌধুরী শ্বশুরবাড়ি জিন্দাবাদ শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর