Sunday 13 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এলো ‘জ্বীন’র নতুন পোস্টার


২৮ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৩৯

নাদের চৌধুরী পরিচালিত ‘জ্বীন’র নতুন পোস্টার প্রকাশিত হয়েছে। এর আগে ছবিটির আরেকটি পোস্টার ও ট্রেলার প্রকাশ পেয়েছিলো।

নতুন পোস্টারে ‘জ্বীন’র নায়িকা পূজা চেরিকে একটি পুরান বাড়িতে শূন্যের উপর ভাসতে দেখা গেছে। তার গায়ে সাদা জামা। পূজার জামা ও বাড়ির দেয়াল জুড়ে ছোপ ছোপ রক্তের দাগ। পিছনের জানালা দিয়ে সাদা তীব্র আলোর ছটা। পূজাকে ঘিরে আগুন জ্বলছে।

‘জ্বীন’ প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া। পূজার বিপরীতে অভিনয় করেছেন সজল ও রোশান। ছবিটিতে সজল পূজার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন। ছবির গল্পে দেখা যায় তার সাথে বিয়ের পরই পূজার শরীরে জ্বীন ভর করে।

প্রথম দিকে এ ভালোবাসা দিবসে মুক্তি পাওয়ার কথা বলা হলেও টিজারের শেষে জানানো হয়েছে ‘জ্বীন’ মুক্তি পাবে আগামী ১৩ মার্চ।

জাজ জ্বীন নাদের চৌধুরী পূজা চেরি রোশান সজল

বিজ্ঞাপন

আজ চৈত্র সংক্রান্তি
১৩ এপ্রিল ২০২৫ ০৯:২২

আরো

সম্পর্কিত খবর