Tuesday 22 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৬ সিনেমা হলে চলছে ‘হৃদয় জুড়ে’


২৮ ফেব্রুয়ারি ২০২০ ১৪:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রফিক শিকদার পরিচালিত ‘হৃদয় জুড়ে’ মুক্তি পেয়েছে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি)। ছবিটি সারাদেশের ১৬টি সিনেমা হলে চলছে। প্রযোজনা সংস্থার প্রকাশিত এক তালিকা থেকে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত তালিকায় দেখা যায় ‘হৃদয় জুড়ে’ ঢাকার ব্লকবাস্টার, মধুমিতা, চিত্রামহল, আনন্দ, পূরবী, এশিয়া সিনেমা হলে চলবে। এছাড়া নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, বরিশাল, পাবনা, দিনাজপুরের হলে চলবে।

ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন নিরব ও কলকাতায় প্রিয়াঙ্কা সরকার। আরও আছেন সাইফ চন্দন, পাপিয়া, ডন ও যুবরাজ।

রফিক শিকদার ২০১৭ সালের মার্চে শুটিং শুরু করেছিলেন ‘হৃদয় জুড়ে’ ছবির। কিন্তু নায়িকাকে পরিচালক ‘প্রেম ও বিয়ের প্রস্তাব’ দিয়েছেন এমন অভিযোগের বিচার-সালিশেই শুটিং আটকে থাকে প্রায় বছর খানেক। এরপর পরিচালকের মা এবং ছবিটির একজন অভিনেতা অসুস্থ ছিলেন। সব জটিলতা কাটিয়ে গত বছরের মাঝামাঝি ছবির শুটিং শেষ করেন শিকদার।

বিজ্ঞাপন

‘হৃদয় জুড়ে’ প্রযোজনা করেছে ক্রিয়েটিভ মিডিয়া ওয়ার্ল্ড।

নিরব প্রিয়াঙ্কা সরকার রফিক শিকদার হৃদয় জুড়ে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর