Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপেক্ষার অবসান কি হচ্ছে?


২৯ ফেব্রুয়ারি ২০২০ ১৪:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বলিউড ইন্ডাস্ট্রির বিশাল একটা অংশ খুব করে চাইছে দীপিকা পাড়ুকোন ও হৃত্বিক রোশন একসাথে অভিনয় করুক। সাম্প্রতিক সময়ে এ নিয়ে বাজারে গুঞ্জন রয়েছে তাদের দুজনকে একসাথে দেখা যেতে পারে সুপারহিরো ফ্রাঞ্চাইজি ‘কৃষ ফোর’-এ। রাকেশ রোশন দীপিকাকে ছবিটির প্রধান চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব দিয়েছেন বলেও খবর রয়েছে। আর এসব বিষয়ে মুখ খুলেছেন দীপিকা।

দীপিকা অবশ্য রাকেশ রোশনের কাছ থেকে প্রস্তাব পাওয়ার খবরটি অস্বীকার করেছেন। কিন্তু এও বলেছেন তিনি হৃত্বিক রোশানের সাথে কাজ করতে আগ্রহি। সেজন্য ভালো প্রস্তাব আর সময়ের অপেক্ষায় আছেন তিনি।

লাইভ মিররের সাথে দেওয়া এক সাক্ষাতকারে দীপিকা পাড়ুকোন বলেন, ‘এটা আমার জন্যও খবর! আমি এটা এর আগে শুনিনি। তবে বলতে চাই, হৃত্বিক অসাধারণ এবং মেধাবী। একজন শিল্পী হিসেবে আমি অবশ্যই তার সাথে কাজ করতে চাই।’

বিজ্ঞাপন

দীপিকা ও হৃত্বিক জুটিবদ্ধ হচ্ছেন এই গুঞ্জন ছড়ায় যখন তাদের দুজনকে একটি পার্টিতে একসাথে দেখা গিয়েছিলো। সেই পার্টিতে দীপিকাকে তার প্রিয় কেক মুখে তুলে খাইয়ে দিয়েছিলেন হৃত্বিক। ভিডিওটি ভাইরাল হলে তাদের ভক্তরাও দাবি তোলেন এই দুজনকে একসঙ্গে ছবি করতে হবে।

‘কৃষ ফোর’-এ হৃত্বিককে দ্বৈত চরিত্রে দেখা যাবে—নায়ক এবং একইসঙ্গে খলনায়ক। অন্যদিকে দীপিকা বর্তমানে মহাভারত ট্রিলজি নিয়ে ব্যস্ত আছেন।

কৃষ ফোর দীপিকা পাডুকোন হৃত্বিক রোশন

বিজ্ঞাপন

সন্তান নিতে চান জয়া আহসান
৫ জুলাই ২০২৫ ২০:১৪

আরো

সম্পর্কিত খবর