বঙ্গবন্ধুর বায়োপিকের সেট নির্মাণ শুরু
২৯ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৫৮
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ ও ভারত সরকারের প্রযোজনায় নির্মিত হচ্ছে তাঁর বায়োপিক। প্রখ্যাত ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগাল নির্মাণ করবেন এটি। প্রায় দুই বছর ধরে নানান জল্পনা-কল্পনা শেষে ছবিটির শুটিং শুরু হতে যাচ্ছে। আর সেই তোড়জোড় দেখা গেলো এফডিসি জুড়ে।
জহির রায়হান কালার ল্যাবের সামনের রাস্তাসহ এফডিসির বিভিন্ন অংশ নতুন করে সাজানো হচ্ছে। কবিরপুর ফিল্ম সিটিতেও ছবিটির শুটিং হবে। সেখানেও খুব শিগগিরই সেট নির্মাণের কাজ শুরু হবে।
এফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া জানান, ৩ নম্বর ফ্লোরে হবে বায়োপিকের শুটিং। এছাড়া সরকারিএই প্রজেক্ট ছাড়া এফডিসির ১, ২ ও ৭ নম্বর ফ্লোরে বঙ্গবন্ধুকে নিয়ে আরেকটি ছবির শুটিং হবে। সেটির নাম ‘ব্যাটেল ফর বেঙ্গল’। এটি নির্মাণ করছেন বোরহানউদ্দিন নামে একজন পরিচালক। জানা গেছে ছবিটিতে হলিউডের একজন অভিনেত্রী অভিনয় করবেন।
অন্যদিকে বঙ্গবন্ধুর বায়োপিকের প্রধান চরিত্রে আরিফিন শুভর অভিনয়ের কথা বলা হলেও সরকারি কোন সংস্থা কিংবা শুভ নিজে এ ব্যাপারে এখনো মুখ খুলেননি।
জানা গেছে, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে ছবিটির শুটিং আনুষ্ঠানিকভাবে আগামী ১৭ মার্চ থেকে শুরু হবে। তবে এ ব্যাপারে অফিসিয়ালি কেউ কোন তথ্য দিতে অপারগতা জানিয়েছে।