ছাড়পত্র পেলো ‘স্বপ্নজাল’
২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১২:০০
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
অপেক্ষার পালা শেষ। অন্তত আনুষ্ঠানিকতা যত আছে, শেষ হয়েছে স্বপ্নজালের। রোববার (২৫ ফেব্রুয়ারি) ছবিটি প্রদর্শিত হয় চলচ্চিত্র সেন্সর বোর্ডে। কোনো কর্তন ছাড়াই সিনেমাটিকে ছাড়পত্রের সার্টিফিকেট দেয়া হবে বলে জানিয়েছেন সদস্যরা। শিগগিরই সেটা হাতে পাবেন বলে জানিয়েছেন স্বপ্নজাল সিনেমার পরিচালক।
সিনেমার পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটিকে আনকাট সেন্সর দিয়েছে। এখন শুধু সার্টিফিকেট হাতে পাবার অপেক্ষা। আমরা চেষ্টা করছি ৬ এপ্রিল ছবিটি মুক্তি দেয়ার। এটা ৩০ মার্চও হতে পারে। তবে ৬ এপ্রিলের জন্য বেশি চেষ্টা করছি।’
যৌথপ্রযোজনায় নির্মিত স্বপ্নজাল গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত দ্বিতীয় সিনেমা। মনপুরা সিনেমার মুক্তির নয় বছর পর দ্বিতীয় সিনেমা মুক্তি পেতে যাচ্ছে পরিচালকের। ছবিতে অভিনয় করেছেন পরীমনি ও ইয়াশ রোহান।
বাংলাদেশ ও ভারতে ছাড়পত্র পেয়ে গেলে দুই বাংলাতে একসঙ্গে ছবিটি মুক্তি দেয়ার ইচ্ছা আছে প্রযোজনা প্রতিষ্ঠানের।
সারাবাংলা/পিএ