Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিয়ে করলেন টয়া ও শাওন


২৯ ফেব্রুয়ারি ২০২০ ১৯:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনপ্রিয় অভিনয়শিল্পী মুমতাহিনা টয়া ও সৈয়দ জামান শাওন বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার মিরপুর ডিওএইচএস এলাকার একটি রেস্তোরাঁয় দুপুরে টয়া ও শাওনের বিয়ের আনুষ্ঠানিকত সম্পন্ন হয়েছে।

গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) টয়ার বিয়ের মেহেদি উৎসব হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সাফা কবির, চিত্রনায়ক সিয়াম, সিয়ামের স্ত্রী অবন্তী, শাওন ও টয়ার বন্ধু আর পরিবারের সদস্যরা।

এ বছরের ডিসেম্বরে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানালেন টয়া।

টয়া বলেন, ‘আমরা দুজন তিন মাস আগে বিয়ে করার সিদ্ধান্ত নিই। তখন দুই পরিবার মিলে বিয়ের তারিখ ঠিক করে।’

বিজ্ঞাপন

পরিচয়ের পর পাঁচ মাস প্রেম করেছেন জানিয়ে শাওন বলেন, ‘একটি স্বল্পদৈর্ঘ্যে কাজ করতে গিয়ে আমাদের দুজনের পরিচয়। কাজটির নাম এখন মনে করতে পারছি না।’

টয়া বিয়ে শাওন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর