Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রকাশিত হলো ‘মরার কোকিলে’


১ মার্চ ২০২০ ১৬:১৪ | আপডেট: ১ মার্চ ২০২০ ১৬:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জীবন মানে যন্ত্রণা’, ‘বুঝলা না’, ‘পোষা পাখি’, ‘বিধি’, ‘কী জাদু’, ‘চান্দের আলো’সহ বেশ কিছু গান গেয়ে দর্শক-শ্রোতার মনে ভালো লাগার জায়গা করে নিয়েছেন ইশরাত জাহান জুঁই। এ প্রজন্মের এ শিল্পী এবার গাইলেন ‘মরার কোকিলে’। গানটির কথা লিখেছেন আহমেদ রিজভীেএবং সুর করেছেন শফিক তুহিন।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) জুঁইয়ের জন্মদিন উপলক্ষে গানটি প্রকাশিত হয়েছে। গানটির মিউজিক ভিডিওর কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান। তার সাথে মডেল হয়েছেন জয় চৌধুরী। সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে গানটি দেখা ও শোনা যাচ্ছে।

নিজের নতুন গান নিয়ে জুঁই বলেন, ‘মরার কোকিলে’ গানটি তুহিন ভাই দারুণ সুর করেছেন। পাশাপাশি হাবিব ভাই নতুনত্ব নিয়ে ভিডিও নির্মাণের চেষ্টা করেছেন। আমি আশা রাখি গানটি দর্শকদের কাছে উপভোগ্য হবে।

বিজ্ঞাপন

ইসরাত জাহান জুঁই মরার কৌকিলে