আলাদা অক্ষয়ের নতুন উদহারন
১ মার্চ ২০২০ ১৭:৩৬
বলিউড সুপারস্টার অক্ষয় কুমার ‘দাতাকর্ণ’ হিসেবে আগে থেকেই পরিচিত। সেই আলোচনায় যেন এবার আরেকটু ঘি পড়লো! অক্ষয়ের বিশাল অনুদানে ভারতে প্রথমবারের মতো গড়ে উঠতে যাচ্ছে তৃতীয় লিঙ্গের নাগরিকদের জন্য বিশাল বাড়ি। আর এজন্য অক্ষয় দিলেন দেড় কোটি রুপি। বাড়িটি চেন্নাইয়ে নির্মিত হবে।
অক্ষয়ের পরবর্তী ছবি ‘লক্ষী বোম্ব’ এর পরিচালক রাঘব লরেন্স একাজে অক্ষয়ের সহযোদ্ধা। বাড়ির কাজের জন্য অক্ষয়ের টাকা হস্তান্তরের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে তিনিই প্রথম পোষ্ট করেছিলেন। অক্ষয়কে ধন্যবাদ জানিয়ে রাঘবের দেওয়া এই পোষ্ট ভাইরাল হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে রাঘব লেখেন, ‘লরেন্স চ্যারিটেবল ট্রাস্ট (এটি রাঘব লরেন্স পরিচালিত) দীর্ঘদিন ধরেই মানুষের জন্য কাজ করে আসছে। শিক্ষা, চিকিৎসা, শিশুদের যত্নসহ নানাক্ষেত্রে দরিদ্র মানুষের পাশে থাকে এই প্রতিষ্ঠান। আমাদের প্রজেক্টগুলো প্রায় ১৫ বছর ধরে চলছে। প্রজেক্টের ১৫তম উদযাপন উপলক্ষে তৃতীয় লিঙ্গের মানুষের জন্য কিছু করতে পারায় আমাদের উদ্যোগে নতুনমাত্রা যোগ হলো। এজন্য অক্ষয় কুমারের প্রতি আমরা অনেক কৃতজ্ঞ। পাশাপাশি একাজে সমাজের সকল স্তরের মানুষের সহযোগি প্রত্যাশা করছি।’
প্রসঙ্গত, রাঘব লরেন্স পরিচালিত ‘অক্ষয় বোম্ব’ ছবিতে তৃতীয় লিঙ্গের চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমারকে।