মুক্তির যুগপূর্তিতে ‘লিলিপুটরা বড় হবে’র বিশেষ প্রদর্শনী
৪ মার্চ ২০২০ ১৮:১৯
প্রখ্যাত লেখক মঈনুল আহসান সাবের এর শিশুতোষ উপন্যাস ‘লিলিপুটরা বড় হবে’ নিয়ে ছবি নির্মিত হয়েছিল এক যুগ আগে।মুক্তির যুগ পূর্তিতে ‘লিলিপুটরা বড় হবে’-র বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
৬ মার্চ (শুক্রবার) সন্ধ্যা ৬টায় শাহবাগের আজিজ সুপার মার্কেটে অবস্থিত বাংলাদেশ চলচ্চিত্র কেন্দ্রে ছবিটি প্রদর্শিত হবে।রাকিবুল হাসান-এর চিত্রনাট্য এবং পরিচালনায় নির্মিত ‘লিলিপুটরা বড় হবে’ চলচ্চিত্রটি মুক্তি দেয়া হয়েছিলো ২০০৮ সালে। ছবিটি এ পর্যন্ত বিশ্বের ৪২টি দেশে প্রদর্শিত হয়েছে।
ছোটদের জন্য নির্মিত ছবিটিতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, আফসানা মিমি, আজাদ আবুল কালাম, খায়রুল আলম সবুজ, চিত্রলেখা গুহ, আবদুল আজিজ, সাইদুর রহমান বয়াতী, জুলফিকার চঞ্চল।
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের কারিগরি সহযোগিতায় ৩৫ মিলিমিটারে নির্মিত ‘লিলিপুটরা বড় হবে’ চলচ্চিত্রটি প্রযোজনা করেছে ক্রিয়েটিভ প্রমোশন্স।
আজাদ আবুল কালাম আফসানা মিমি আবদুল আজিজ খায়রুল আলম সবুজ চলচ্চিত্র চিত্রলেখা গুহ জুলফিকার চঞ্চল মঈনুল আহসান সাবের রাইসুল ইসলাম আসাদ রাকিবুল হাসান লিলিপুটরা বড় হবে সাইদুর রহমান বয়াতী