Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাভাইরাসে থমকে গেল ‘রাঁধে’


৫ মার্চ ২০২০ ১৪:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাভাইরাস চীনের উহান প্রদেশে শুরু হলেও এই রোগের বিস্তার এখন প্রায় সারাবিশ্বেই। করোনাভাইরাসের কারণে থমকে গেছে অনেক দেশ, স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে। সিনেমাজগতেও নিঃসন্দেহে এর প্রভাব দেখা যাচ্ছে। পিছিয়ে দেওয়া হয়েছে জেমস বন্ড সিরিজের নতুন ছবির মুক্তির তারিখ।

এবার বলিউড থেকেও আসলো একই খবর। করোনাভাইরাসের কারণে সালমান খান অভিনীত বহুল কাঙ্খিত ‘রাঁধে’ ছবির কাজ আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে। সূত্রের বরাত দিয়ে বলিউড হাঙ্গামা জানিয়েছে, সম্প্রতি রাঁধে ছবির শুটিং হওয়ার কথা ছিল থাইল্যান্ডে। করোনাভাইরাস ইতোমধ্যেই হানা দিয়েছে দেশটিতে। তাই শুটিংয়ের কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে।

বিজ্ঞাপন

ছবির সঙ্গে সংশ্লিষ্ট একজন দায়িত্বশীল জানান, ‘থাইল্যান্ডে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। এমন অবস্থায় কোন ঝুঁকি নিতে চাননি সিনেমার নায়ক সালমান খান। তাই শেষ পর্যন্ত থাইল্যান্ডে শুটিংয়ের পরিকল্পনা বাদ দিতে হয়েছে।’

থাইল্যান্ড শুটিংয়ের অংশটি এখন মুম্বাইয়ে করা হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, তুলনামূলক কম খরচ, অনুমতি পাওয়ার সুবিধা ও পরিবেশ সুন্দর হওয়ার কারণে বলিউডের চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা থাইল্যান্ডে শুটিংয়ের কাজ করতে বেশি আগ্রহী।

উল্লেখ্য, আসছে ঈদে মুক্তি পাবে রাঁধে ছবিটি। ছবিতে আরও অভিনয় করেছেন জ্যাকি শ্রফ ও রণদীপ হুদা। ছবির পরিচালক মোহিত সুরি।

করোনাভাইরাস রাধে শুটিং বাতিল সালমান খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর