Saturday 19 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সুযোগ পেলে যুদ্ধ করতাম’


৮ ডিসেম্বর ২০১৭ ২১:৫১

মুক্তিযুদ্ধের ওপর আমার সবচেয়ে প্রিয় গান ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’। আমি যুদ্ধে যেতে পারিনি। সেসময় কানাডা ছিলাম। ওখানে বসেই গানটা নিয়মিত শুনতাম। তখন খুব মনে হতো- দেশে ফিরে যাই। যুদ্ধ করি। যদি সুযোগ পেতাম অবশ্যই আসতাম, যুদ্ধ করতাম। স্ব-শরীরে না পারলেও বিভিন্নভাবে মুক্তিযুদ্ধের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করেছি। আমার মুক্তিযোদ্ধা বন্ধু মাসুদকে গোপনে প্রায়ই আর্থিক সহযোগিতা করতাম।

বিজ্ঞাপন

‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ গানটা পরে বেশ ক’বার স্টেজে গেয়েছি। এই গানটা শুনেই আপেল মাহমুদের ভক্ত হয়েছিলাম। তার সঙ্গে প্রথম দেখা হয় বাংলাদেশ বেতারের অফিসে। সেদিন তাকে জড়িয়ে ধরেছিলাম। এতো সুন্দর একটা গান! গানের কথাটা এতো প্রভাবিত করে!

এই গানটি এখনো শুনি। প্রভাবিত হই।

সারাবাংলা/তুসা/কেবিএন

ফেরদৌস ওয়াহিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর