Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭ই মার্চের গান ‘আমাদের স্কুল’


৬ মার্চ ২০২০ ১৫:৫৭

৭ই মার্চ, ১৯৭১। শোষিত-বঞ্চিত বাঙালির ঘুরে দাঁড়ানোর দিন। ১৯৭১ সালের এ দিনে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক রেসকোর্স ময়দানের জনসমুদ্রে পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেন। বজ্রকণ্ঠে ঘোষণা করেন- ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষন, মুক্তিযুদ্ধ, চেতনা নিয়ে এবার তৈরি হলো গান। ‘আমাদের স্কুল বেশি দূরে নয়, বাড়ি থেকে কিছুদূর হেঁটে যেতে হয়, মাঝখানে রায়ের বাজার, ৩০ লক্ষ প্রাণে মুক্তি আমার’—এমন কথার গানের শিরোনাম ‘আমাদের স্কুল’।

‘আমাদের স্কুল’ গানটির কথা লিখেছেন ও সুর করেছেন মিছিল বঙ্গবাসী। সঙ্গীতায়োজন করেছেন ইবরার টিপু। আর গেয়েছেন এস আই টুটুল, আঁখি আলমগীর, ইবরার টিপু, মিছিল বঙ্গবাসী ও বিন্দুকনা। সৌমিত্র ঘোষ ইমন নির্মাণ করেছেন গানটির ভিডিও ।

৭ মার্চ ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে ‘আমাদের স্কুল’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক, বাংলালিংক ভাইব, রবি স্প্ল্যাশ ও স্বাধীন মিউজিক অ্যাপে।

৭ মার্চ আমাদের স্কুল


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর