Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাধীনতা দিবসে আসছে ‘একাত্তর’


৭ মার্চ ২০২০ ০৯:০০ | আপডেট: ৭ মার্চ ২০২০ ১০:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের উপর নির্মিত ওয়েব সিরিজ ‘একাত্তর’ । শিবব্রত বর্ম চিত্রনাট্যে থ্রিলার ঘরানার সিরিজটি পরিচালনা করেছেন তানিম নূর। আগামী ২৬ মার্চ অনলাইন ভিডিও স্ট্রিমিং সাইট হইচই-এ সিরিজটি দেখা যাবে।

‘একাত্তর’-এ অভিনয় করেছেন মুস্তাফা মনোয়ার, ইরেশ যাকের, রাফিয়াথ রশিদ মিথিলা, নুসরাত ইমরোজ তিশা, মোস্তাফিজুর নূর ইমরান, তারিক আনাম খান, শতাব্দি ওয়াদুদ, দীপান্বিতা মার্টিন।

‘একাত্তর’র কাহিনীর সূচনা হয় ১৯৭১ সালের শুরুতে, যখন আন্দোলনে পুরোদেশ। এদেশের মানুষেদের তাদের ন্যায্য অধিকার থেকে করতে ‘অপারেশন ব্লিটজ’ নামে একটি অপারেশনের প্ল্যান করে পাকিস্তান আর্মি। ক্যাপ্টেন সিরাজ নামের (মোস্তাফিজুর নূর ইমরান) এক বাঙালি অফিসার গোপনে সেই ফাইল যোগাড় করে আন্তর্জাতিক গণমাধ্যমের হাতে তুলে দিতে চায়। তার পেছনে ধাওয়া করে পাকিস্তানী মেজর ওয়াসিম (ইরেশ যাকের)। এসময় ক্যাপ্টেন সিরাজ জীবন বাঁচাতে সেলিমের (মুস্তাফা মনোয়ার) গ্যারেজে আশ্রয় নেয়। ফাইলটি গণমধ্যমের হাতে পৌঁছাতে ক্যাপ্টেন সিরাজ মেজর ওয়াসিমের স্ত্রী সাংবাদিক রুহি বাট (মিথিলা) এর সাহায্য চায়। রুহি সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সেলিমের সাথে জয়িতা (তিশা), প্রদীপ (শতাব্দী ওয়াদুদ) এবং অন্যান্যরা ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। এমনই এক গল্প নিয়ে তৈরি হয়েছে ‘একাত্তর’।

বিজ্ঞাপন

একাত্তর ওয়েব সিরিজ প্রসঙ্গে ইরেশ যাকের বলেন, ‘নানা ব্যস্ততার কারণে প্রায় এক বছর আমি কাজ থেকে দূরে ছিলাম। তারপর আমি তানিমের কাছ থেকে এই কাজটার প্রস্তাব পাই। ও আমাকে Stranger in my own country বইটা তখন পড়তে  দেয়। এই অ্যাপ্রোচ এখনকার যেকোনো ডিরেক্টর থেকে পাওয়া আসলেই বিরল। পুরো টিম অনেক পরিশ্রম করেছে এই কাজটা সুন্দরভাবে শেষ করার জন্য। কারো চেষ্টায় কোনো ত্রুটি ছিলো না।’

পরিচালক তানিম নূর বলেন, ‘অপারেশন ব্লিটজ নিয়ে এর আগে বাংলাদেশে তেমন কোনো কাজ হয়নি আমার জানামতে। চলচ্চিত্রের কাহিনী সত্য গল্পের ভিত্তিতে হলেও শেষ পর্যন্ত এটা একটা ফিকশন। ১৯৭১ আমাদের কাছে সাধারণ মানুষদের অসাধারণ হয়ে ওঠার ইতিহাস।’

হইচই বাংলাদেশ এর আগে ‘ঢাকা মেট্রো’ এবং ‘মানি হানি’ নামে দুটি ওয়েব সিরিজ তৈরি করেছে।

ইরেশ যাকের একাত্তর তিশা মিথিলা হইচই

বিজ্ঞাপন

সন্তান নিতে চান জয়া আহসান
৫ জুলাই ২০২৫ ২০:১৪

আরো

সম্পর্কিত খবর