Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

থর-এ খলনায়ক হচ্ছেন ক্রিশ্চিয়ান বেল


৭ মার্চ ২০২০ ১২:০৮

মার্বেলের জনপ্রিয় সুপারহিরো মুভি সিরিজ ‘থর’ এর পরবর্তী সিনেমায় দেখা যাবে ‘ডার্ক নাইট’ তারকা ক্রিশ্চিয়ান বেলকে। থর: লাভ অ্যান্ড থান্ডার-এ খলনায়কের চরিত্রে অভিনয় করবেন তিনি।

থর সিনেমার আরেক মুখ টেসা থম্পসন এই খবরটি নিশ্চিত করেন। রেড কার্পেট ইভেন্টে তিনি বলেন, ক্রিশ্চিয়ান বেল থরের পরবর্তী সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করবেন।’

টেসার এই মন্তব্যের ভিডিও পরে অনলাইনের ভাইরাল হয়ে যায়।

থর: লাভ অ্যান্ড থান্ডার ২০২১ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এ সিনেমাটি ২০১৭ সালের থর: রানগারক এর সিক্যুয়েল হতে যাচ্ছে।

ছবিটি পরিচালনা করবেন তাইকা ওয়াইতি। জনপ্রিয় এ সিরিজের থর চরিত্রে অভিনয় করেন ক্রিস হ্যামসওয়ার্থ।

এছাড়া অভিনেত্রী নাটালি পোর্টম্যান এবং টিসা থম্পসন যথাক্রমে ড. জেন ফস্টার এবং ভালকিরির ভূমিকায় অভিনয় করবেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর