Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন ধারাবাহিকে মোশাররফ করিম


৭ মার্চ ২০২০ ১৫:১১

রবিবার (৮ মার্চ) থেকে মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘চাঁন বিরিয়ানি’। রিজওয়ান খানের রচনায় নাটকটি পরিচালনা করেছে কায়সার আহমেদ।

পুরান ঢাকার লালবাগের একটি মহল্লার দু’টি পরিবার। তারা মিয়া ও বাদশা মিয়া চাচাতো ভাই। একজন আরেকজনকে সহ্য করতে পারে না। জনপ্রিয় চাঁন বিরিয়ানির মালিক তারা মিয়া। তার দোকানের ঠিক বিপরীতে বাদশা মিয়া চালু করেছে নিউ চাঁন বিরিয়ানি। দুই দোকানের মধ্যে প্রতিযোগিতা চলে সারাক্ষণ। এদিকে বাদশার বোন হোসনে আরা পছন্দ করে তারা মিয়াকে। নানা কৌশলে তারা মিয়ার সাথে দেখা করে সে। তারা মিয়াও তাকে মনে মনে পছন্দ করে। দু’জনের মায়ের মধ্যে নিয়মিত আয়োজন করে ঝগড়া চলে। তারা মিয়ার পেছনে মাস্তান লাগিয়ে রাখে বাদশা মিয়া। কিভাবে তাকে ঘায়েল করা যায় সেই চেষ্টা করে। মজার মজার নানা ঘটনা আর দ্বন্দ্ব-সংঘাতের মধ্য দিয়ে এগিয়ে যায় নাটকের গল্প।

‘চাঁন বিরিয়ানি’ নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, প্রভা, আরফান, তানিয়া বৃষ্টি, সাজু খাদেম, রোবেনা জুঁই, আবুল হায়াত, মনিরা মিঠু, শিল্পী সরকার অপুসহ আরো অনেকে।

মাছরাঙা টেলিভিশনে প্রতি রবি, সোম, মঙ্গল ও বুধবার রাত ৮.৩০ মিনিটে প্রচারিত হবে নাটকটি।

চাঁন বিরিয়ানি মাছরাঙা টেলিভিশন মোশাররফ করিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর