‘বঙ্গবন্ধুর সাত মার্চের ভাষণ ও সুমনের গল্প’
৭ মার্চ ২০২০ ১৬:১৪
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আজ (শনিবার) সন্ধ্যা ৭টা ৫০মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হবে বিশেষ নাটক ‘বঙ্গবন্ধুর সাত মার্চের ভাষণ ও সুমনের গল্প’। ফরিদুর রেজা সাগর এর গল্প অবলম্বনে নাটকটি নির্মান করেছেন অরুণ চৌধুরী।
সুমন নামের এক কিশোর পড়াশোনায় অমনোযোগী। ক্লাসে শুধু রেজাল্ট খারাপ করে। ১৯৭১ সালের ৭ মার্চ সে বাবার হাত ধরে বঙ্গবন্ধু’র ঐতিহাসিক ভাষণ শুনতে রেসকোর্সের ময়দানে যায়। তারপর রাতারাতি কিশোর সুমনের মনোজগতে ব্যাপক পরিবর্তন ঘটে যায়।
২৫ মিনিট ব্যাপ্তিকালের ‘বঙ্গবন্ধুর ভাষণ ও সুমনের গল্প’ নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, শেলী আহসান ও বিস্ময় মুগ্ধ।
অরুণ চৌধুরী চ্যানেল আই ফরিদুর রেজা সাগর বঙ্গবন্ধুর সাত মার্চের ভাষণ ও সুমনের গল্প