Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা আতঙ্কের মধ্যেও হবে শুটিং


১০ মার্চ ২০২০ ১৮:৫৫

শাপলা মিডিয়া প্রযোজিত ছবি ‘কমান্ডো’র প্রধান চরিত্রে আছেন কলকাতার দেব ও বাংলাদেশের জাহারা মিতু। আশঙ্কা ছিলো বিশ্বব্যাপী চলমান করোনা আতঙ্কের কারণে ছবিটির শুটিং পিছিয়ে যেতে পারে। তবে সকল শঙ্কাকে উড়িয়ে দিয়ে প্রযোজক সেলিম খান জানালেন, শুটিং হচ্ছে।

আগামী ১১ থেকে ১৯ মার্চ ‘কমান্ডো’র শুটিং হবে কলকাতায়। আর এজন্য বাংলাদেশ থেকে ইতোমধ্যে ভারতে গিয়েছেন ছবির নায়িকা জাহারা মিতু। তিনি জানালেন, ছবিটির কাজেই গত ৩ মার্চ থেকে কলকাতায় রয়েছেন।

বিজ্ঞাপন

কলকাতায় শুটিং শেষ হওয়ার পর বাংলাদেশে শুটিং শুরু আগামী ২২ মার্চ থেকে। চলবে ১০ দিন। এরপর মাস খানেকের বিরতি দিয়ে শুটিং হবে থাইল্যান্ড আর ফ্রান্সে। মূলত করোনাভাইরাস পরিস্থিতির কারণে ওই গ্যাপটা নেওয়া হবে। যেহেতু দুটি দেশেই করোনাভাইরাস আক্রমণ করেছে। জানালেন প্রযোজক সেলিম খান।

দেব ও মিতু ছাড়া ‘কমান্ডো’তে আরও অভিনয় করবেন মাজনুন মিজান, ফলজুর রহমান বাবু, শিবা শানু প্রমুখ।ছবিটি কোরবানির ঈদে মুক্তির কথা রয়েছে।

কমান্ডো করোনা আতঙ্ক দেব মিতু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর