Sunday 14 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য ছবি আহ্বান


১১ মার্চ ২০২০ ১৭:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯’-এর জন্য ছবি আহ্বান করা হয়েছে। সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান ও ২০১৯ সালের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান কমিটির জুরি বোর্ডের সদস্য সচিব নিজামুল কবীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান করা হয়েছে। ছবি জমা দেওয়ার শেষ তারিখ ৫ এপ্রিল।

ছবির ভালো ও উন্নতমানের প্রিন্ট ডিভিডি আকারে জমা দিতে হবে আগ্রহীদের নির্ধারিত আবেদনপত্রে। আবেদনপত্র সেন্সর বোর্ডের অফিস অথবা ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

আজীবন সম্মাননা, শ্রেষ্ঠ চলচ্চিত্র, পরিচালক, অভিনেতা, অভিনেত্রীসহ সবমিলিয়ে মোট ২৭টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হবে।

বিজ্ঞাপন

কেবলমাত্র বাংলাদেশি নাগরিকরা এ পুরস্কারের জন্য বিবেচিত হবেন। আজীবন সম্মাননা শুধু জীবিত ব্যক্তিদের দেওয়া হবে। যৌথ প্রযোজনার চলচ্চিত্র পুরস্কারের জন্য বিবেচিত হবে; তবে ওই ছবিতে কাজ করা বাংলাদেশিরাই শুধু বিবেচনায় আসবেন। কোন বিদেশি শিল্পী কলা-কুশলি বিবেচিত হবে না।

পূর্ণদৈর্ঘ্য ছবির ক্ষেত্রে সেন্সর সনদ প্রাপ্ত হতে হবে এবং বিবেচ্য বছরে সিনেমা হলে চলতে হবে। স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্রের জন্য সিনেমা হলে চলা বাধ্যতামূলক না হলেও সেন্সর ছাড়পত্র থাকতে হবে।

কাহিনির ক্ষেত্রে দেশি বা বিদেশি লেখক-প্রকাশকের কপিরাইট বা অনুমতি নিয়ে নির্মিত চলচ্চিত্র পুরস্কারের জন্য বিবেচিত হবে।বিদেশি চলচ্চিত্রের কপিরাইট নিয়ে নির্মিত চলচ্চিত্র এবং রিমেক চলচ্চিত্রের কাহিনী পুরস্কারে বিবেচিত হবে না।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর