Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হার্ভে ওয়েনস্টেইনের ২৩ বছরের সাজা


১২ মার্চ ২০২০ ১৩:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একাধিক নারীকে ধর্ষণ ও যৌন নির্যাতনের দায়ে হলিউডের প্রভাবশালী প্রযোজক হার্ভে ওয়েনস্টেইনকে ২৩ বছরের সাজা দিয়েছে আদালত। বুধবার (১১ মার্চ) নিউইয়র্কের জুরি বোর্ড তার বিরুদ্ধে এই সাজা ঘোষণা করেন।

হার্ভে ওয়েনস্টেইনের বিরুদ্ধে প্রায় ৯০ জন নারী অভিযোগ আনলেও ২০০৬ সালে সাবেক প্রযোজনা সহকারী মিমি হ্যালেইনকে যৌন হয়রানি ও ২০১৩ সালে অভিনেত্রী জেসিকা মানকে ধর্ষণের অভিযোগ মামলা চলে। এ মামলার বিচার শেষে গত ২৪ ফেব্রুয়ারি তাকে দোষী সাব্যস্ত করেন নিউইয়র্কের জুড়ি বোর্ড। ওই দিন ১১ মার্চ সাজা ঘোষণার তারিখ নির্ধারণ করেন আদালত।

উল্লেখ্য, গত বছর বিখ্যাত টাইমস ম্যাগাজিনে বলিউডের প্রভাবশালী এই প্রযোজকের যৌন কেলেঙ্কারির খবর প্রকাশ হয়। পরে একে একে আরও কয়েকজন অভিনেত্রী হার্ভে ওয়েনস্টেইনের বিরুদ্ধে অভিযোগ আনেন।েআর এই ঘটনার মধ্য দিয়েই গত বছর বিশ্বজুড়ে হ্যাশট্যাগ মিটু আন্দোলন ছড়িয়ে পড়েছিল।

বিজ্ঞাপন

২৩ বছর ধর্ষন সাজা হার্ভে ওয়েনস্টেইন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর