Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন ছবি নিয়ে সরব হলেন অনন্ত জলিল


১২ মার্চ ২০২০ ১৮:২৬

অনন্ত জলিল অভিনীত সবশেষ ছবি ছিল ‘মোস্টওয়েলকাম ২’।  অনেকদিন পর গত বছর শুরু করেন ‘দিন-দ্য ডে’ ছবির শুটিং। বৃহস্পতিবার ছবিটির একটি অ্যাকশন দৃশ্যের ছবি শেয়ার করেছেন অনন্ত জলিল। ছবির ক্যাপশনে তিনি জানিয়েছেন, আগামী রবিবার (১৫ মার্চ) সন্ধ্যায় প্রকাশ হবে ছবির টিজার।

‘দিন-দ্য ডে’ এ বছরের কোরবানির ঈদে মুক্তি পেতে যাচ্ছে। ফলে ছয় বছর পর অনন্ত জলিলের ভক্তরা তার নতুন ছবি পেতে যাচ্ছে।

অনন্ত জলিলের নিজের কাহিনি অবলম্বনে ছবিটির চিত্রনাট্য করেছেন ছটকু আহমেদ। নির্মাণ করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। এতে অনন্ত একজন পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছেন। তার বিপরীতে অভিনয় করেছেন বর্ষা। ছবিটির অধিকাংশ শুটিং হয়েছে বাংলাদেশ আর ইরানে।  এছাড়া কিছু শুটিং হয়েছে আফগানিস্তান, তুরস্কে।

এ ছবির মাধ্যমে ইসলাম যে জঙ্গিবাদ সমর্থন করে না তা তুলে ধরা হবে বলে আগে গণমাধ্যমকে জানিয়েছিলেন অনন্ত জলিল।

‘দিন-দ্য ডে’ নির্মিত হয়েছে বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনায়। প্রযোজক হিসেবে থাকছে অনন্তের প্রতিষ্ঠান মুনসুন ফিল্মস ও ইরানের ফারাবি সিনেমা।

অনন্ত জলিল টিজার দিন-দ্য ডে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর