Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কনার গানে ঠোঁট মেলালেন ন্যান্‌সি


১৫ মার্চ ২০২০ ১৩:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্যাশন ডিজাইনার ও ‘বিশ্বরঙ’- এর কর্ণধার বিপ্লব সাহা গান করেন। সম্প্রতি তিনি জনপ্রিয় কণ্ঠশিল্পী কনার সাথে একটি গান রেকর্ড করেছেন। ‘মন’ শিরোনামের গানটির ভিডিওতে মডেল হয়েছেন আরেক জনপ্রিয় শিল্পী ন্যান্‌সি।

‘মন’ গানটি লিখেছেন ও সুর করেছেন জিয়াউদ্দিন আলম। সঙ্গীত আয়োজনে ছিলেন ইয়াসিন হোসেন।

এ বিষয়ে বিপ্লব সাহা বলেন, ন্যান্‌সির সাথেও আমার গান আসবে। তার আগেই নিজের উদারতার পরিচয় দিলেন তিনি। ফটোশুটে গিয়ে আমার সাথে কনার গাওয়া গানটি তিনি শুনেন। তার গানটি ভালো লাগলে আমি তাকে এর মডেল হতে বলি। তিনি সাথে সাথে রাজি হয়ে যান। সাধারণত একই সেক্টরের শিল্পীদের মাঝে এমন ব্যাপার ঘটে না।

বিজ্ঞাপন

গেল কয়েক বছর ধরে নিয়মিত গান করেন বিপ্লব সাহা। তার অ্যালবামও প্রকাশিত হয়েছে।

কনা ন্যান্সি মন