ইংল্যান্ডের পার্লামেন্ট হাউজে ‘লিজেন্ড ফরএভার’
১৫ মার্চ ২০২০ ১৫:২৭
উপমহাদেশের বিখ্যাত শিল্পীদের নিয়ে তৈরি হয়েছে গানের অ্যালবাম ‘লিজেন্ডস ফরএভার’। এ অ্যালবামের গানগুলোর সুর করেছেন কিংবদন্তীশিল্পী রুনা লায়লা। গত ১১ মার্চ এটির মোড়ক উন্মোচন করা হয় ইংল্যান্ডের পার্লামেন্ট দ্য হাউস অব লর্ডসে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত ভারতীয় গজলশিল্পী অনুপ জালোটা, ইংল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনীম, হাউস অব কমনসের এমপি সীমা মালহোত্রা প্রমুখ।
‘লিজেন্ডস ফরএভার’ অ্যালবামের গানগুলোর কথা লিখেছেন মনিরুজ্জামান মনির ও কবির বকুল। কণ্ঠ দিয়েছেন আশা ভোঁসলে, রাহাত ফতেহ আলী খান, হরিহরণ, আদনান সামি ও রুনা লায়লা নিজে।
গত বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি লন্ডনে পাঁচটি গানের ট্র্যাক তৈরির কাজ শুরু হয়। সংগীতায়োজনে ছিলেন রাজা কাশ্যপ।
গত ১৩ ডিসেম্বর সিটি ব্যাংকের এমএক্স কার্ডের প্রযোজনায় প্রকাশিত হয় ‘রুনা লায়লা ফিচারিং লিজেন্ডস ফরএভার’ শিরোনামে পাঁচটি গানের ভিডিও। এরপর যুক্তরাজ্যে হলো এই প্রকাশনা উৎসব।