Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুজিববর্ষের উদ্বোধনীতে শিল্পকলার ‘শতাব্দীর মহানায়ক’


১৬ মার্চ ২০২০ ১০:০০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে থিয়েট্রিকাল কোরিওগ্রাফি পরিবেশন করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে মঙ্গলবার (১৭ মার্চ) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ‘শতাব্দীর মহানায়ক’ শিরোনামে ৪৫ মিনিটের এই থিয়েট্রিকাল কোরিওগ্রাফি পরিবেশিত হবে।

সহস্রাধিক শিল্পী ও কলাকুশলীর অংশগ্রহণে প্রযোজনাটির গবেষণা, গ্রন্থনা ও নিদের্শনা দিচ্ছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। একাডেমির ব্যবস্থাপনায় খ্যাতিমান দেশী বিদেশী শিল্পীদের নির্দেশনায় থিয়েট্রিক্যাল কোরিওগ্রাফিটি নির্মাণের জন্য দুইমাস যাবৎ মহড়া করছে প্রায় এক হাজার শিল্পী ও কলাকুশলী। এর উপদেষ্টা হিসেবে আছেন জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম, আসাদুজ্জামান নূর এবং ড. কামাল আবদুল নাসের চৌধুরী।

প্রযোজনাটিতে খোকা থেকে বঙ্গবন্ধু, নেতা থেকে জাতির পিতা, কর্মী থেকে রাজনীতির কবি, জননেতা থেকে বিশ্বনেতা, শৈশব কৈশোর যৌবনের সংগ্রামী ও প্রতিবাদী মুজিব, তেইশ বছরের করুণ ইতিহাস, ৩০৫৩ দিনের কারাবাস এবং স্বাধীনতার স্বপ্ন, দেশ গড়ার সংগ্রামে বঙ্গবন্ধুর চেতনাদীপ্ত সুর, বাণী ও ছন্দের নিখুত গাঁথুনিতে বঙ্গবন্ধুর স্বপ্ন, সংগ্রাম ও আদর্শকে ফুটিয়ে তোলা হয়েছে।

সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে আরো থাকছে শত শিল্পীর যন্ত্রসংগীত পরিবেশনা, শত শিশুর কণ্ঠে জাতীয় সঙ্গীত, শিশুসঙ্গীত, শত শিল্পীর কন্ঠে জন্মশতবর্ষের থিম সং সহ বর্ণাঢ্য আয়োজন।

জন্মশতবার্ষিকী জাতির পিতার জন্মশতবার্ষিকী বাংলাদেশ শিল্পকলা একাডেমি শতাব্দীর মহানায়ক শিল্পকলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর